‘মেন ইন ব্লু’-র বিশ্বকাপের নীল নকশায় নতুন ভূমিকায় সুরেশ রায়না। মহেন্দ্র সিংহ ধোনি পরিকল্পনা ফাঁস করেছিলেন পুণে ম্যাচের পরই। ভারতের ক্যাপ্টেন সংবাদসংস্থাকে বলেছিলেন, “আমরা চাই রায়না চার নম্বরে ব্যাট করুক। সব কিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপে যুবরাজই এই ভূমিকায় থাকবে। তাও বিকল্প হিসেবে আমার মনে হয় সুরেশ রায়নার এই জায়গায় আরও অভিজ্ঞতা বাড়ুক।” কিন্তু রায়না নিজে কতটা প্রস্তুত? উত্তরপ্রদেশের মারকাটারি ব্যাটসম্যান দিন কয়েক আগে বলেছিলেন, “আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিন নম্বরে ব্যাট করেছি। তা ছাড়া ব্যাটিং অর্ডারে উপরের দিকে ভারতের হয়েও অনেক বারই মাঠে নেমেছি। একটা সুবিধা থাকে, অনেক ওভার পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী ইনিংসের গতি নিয়ন্ত্রণ করা যায়। টিমে যে কোনও ভূমিকা নিতে আর ব্যাটিংয়ে ক্যাপ্টেন যেখানেই বলবে নামতে প্রস্তুত।”
গ্যারি কার্স্টেনের জমানা থেকেই ভারতীয় দলে রায়নার ভূমিকা ছিল ফিনিশারের। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে ম্যাচটা শেষ করে আসার কাজে এত দিন যুবরাজ, ধোনির পাশাপাশি তাঁর নামটাই থাকত আগে। রায়না এই ভূমিকাটা এখনও পছন্দ করেন, “ক্যাপ্টেন আর কোচ দলের প্রত্যেকের ভূমিকা ঠিক করে দেন। দীর্ঘদিন ধরে টিমে আমার ভূমিকা ছিল ফিনিশারের। ভারতের হয়ে প্রচুর ম্যাচে ফিনিশারের ভূমিকা সামলে আমি গর্বিত। ৫, ৬ বা ৭ নম্বরে ব্যাট করতে বলা হত। কে কোথায় ব্যাট করবে সেটা ঠিক করা হত পরিস্থিতি বুঝে।” |