টুকরো খবর |
ফিলিপিন্সের ভূমিকম্পে মৃত বেড়ে ১৫১, আহত শতাধিক
সংবাদ সংস্থা • লুন |
চব্বিশ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু গত কালের থেকে খুব একটা বদলায়নি ভূকম্প বিধ্বস্ত ফিলিপিন্সের পরিস্থিতি। মঙ্গলবার সকাল আটটায় কেঁপে উঠেছিল মধ্য ফিলিপিন্স। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। সেই ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫১। বেড়েছে আহতের সংখ্যাও। আহত ও নিহতদের মধ্যে বেশ কয়েক জন পর্যটক রয়েছেন। এ বারের ভূমিকম্পের কেন্দ্র ছিল সেবু প্রদেশের সৈকত-শহর বোহোলের কারমেনে। উৎসস্থল মাটি থেকে প্রায় ৫৬ কিলোমিটার গভীরে। মঙ্গলবার মনে করা হয়েছিল সৈকত-শহর বোহোল এবং চেবুর ক্ষতি হয়েছে সব থেকে বেশি। কিন্তু বুধবার উদ্ধারকারী দলের তরফে জানানো হচ্ছে, ভূমিকম্পের কবল থেকে বাঁচেনি উৎসস্থল থেকে ২০ কিলোমিটার দূরের প্রতিবেশী শহর লুনও। |
মঙ্গলবারের ভূমিকম্পে বাড়ি ভেঙে পড়েছে নদীতে।
সাঁতরে নিয়ে আসছেন দরকারি জিনিস। ছবি: রয়টার্স। |
উদ্ধারকারীরা সেখানেও উদ্ধারের কাজ চালাচ্ছে দ্রুত গতিতে। ভয়াবহ এই ভূমিকম্পে ছোট্ট শহর লুনের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক সম্পত্তি ও জীবনহানির খবর এসেছে। ভেঙে গিয়েছে লাইমস্টোন গির্জা ও বেশ কিছু দোতলা বাড়ি। ভূকম্পনের তাণ্ডবে লুনের বাড়িঘর-রাস্তাঘাট বিধ্বস্ত সবই। সেবু প্রদেশের কিছুই যেন আর আগের অবস্থায় নেই। শতাব্দী-প্রাচীন বাসিলিকা গির্জা-সহ ভেঙে পড়েছে দশটি গির্জা। কয়েক মুহূর্তের ঝাঁকুনিতেই সমুদ্রঘেরা দ্বীপগুলি গুঁড়িয়ে গিয়েছে। যে দিকেই তাকানো যাচ্ছে শুধু মৃতের স্তূপ। জারি হয়েছে সুনামি সতর্কতা। আতঙ্কে স্থানীয়রা অনেকেই উঠে যাচ্ছেন উপরের দিকে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা অনেকেই এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুরনো খবর: ফিলিপিন্সে ভূমিকম্প, মৃত ৯৩
|
বিধ্বংসী টাইফুনে জাপানে মৃত ১৭
সংবাদ সংস্থা • টোকিও |
আশঙ্কা আগে থেকেই ছিল। জারি হয়েছিল আগাম সতর্কতাও। সেই আশঙ্কা সত্যি করেই বুধবার পূর্ব জাপানে প্রশান্ত মহাসাগরের তীর থেকে বেশ খানিকটা ভিতরের দ্বীপগুলিতে আছড়ে পড়ল বিধ্বংসী টাইফুন উইফা। দিনভর ঝড়-বৃষ্টি-ধসের তাণ্ডবে এখনও পর্যন্ত মৃত ১৭। আহত ৫০ জনেরও বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। তবে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে এই টাইফুন ধেয়ে আসতে পারে বলে যে উদ্বেগ ছিল, তা মিথ্যে করে ফুকুশিমাকে পাশ কাটিয়েই সরে গিয়েছে এই টাইফুন। |
টাইফুনের তাণ্ডবে ধস নেমেছে জাপানের বহু এলাকায়। ছবি: রয়টার্স। |
আবহাওয়া দফতরের আগাম সতর্কতায় ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন প্রায় হাজার কুড়ি স্থানীয় বাসিন্দা। ফলে দীর্ঘ মৃত্যুমিছিল অনেকটাই এড়ানো গিয়েছে বলে সরকারি সূত্রের মত। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড় থামার পরবর্তী এক ঘণ্টার মধ্যে ১২ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয় টোকিও থেকে ১২০ কিলোমিটার দূরের ওশিমা দ্বীপে। নামে ধস। মাটিতে মিশে যায় বেশ কিছু ঘর-বাড়ি। দশ বছরের ইতিহাসে সব চেয়ে ভয়াবহ এই টাইফুনের দাপটে বড় বিপর্যয়ের মুখে পড়েনি রাজধানী শহর টোকিওও। দুর্গত এলাকাগুলিতে উদ্ধারকার্য চলছে।
পুরনো খবর: টাইফুনের আশঙ্কা টোকিওয়
|
বন্দি মৃত্যু নিয়ে অ্যামনেস্টি দুষল নাইজেরিয়াকে
সংবাদ সংস্থা • আবুজা |
চলতি বছরে নাইজেরিয়া পুলিশের অধীনে থাকা প্রায় হাজার জন বন্দির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে অ্যামনেস্টির রিপোর্টে। মৃতদের মধ্যে বেশির ভাগই বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর সদস্য। নাইজেরিয়া সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। অ্যামনেস্টির তরফে দাবি, এ বিষয়ে মানবাধিকার কর্মীদের কাছে জোরালো প্রমাণ রয়েছে। কারাগারে আটক বন্দিদের উপর যে প্রচণ্ড অত্যাচার হয়, তাতেই প্রতিদিন একাধিক বন্দি মারা যায় বলে জানিয়েছে ওই রিপোর্ট। ধৃত জঙ্গিদের পাঠানো হয় এ রকম তিনটি কারাগারে অনুসন্ধান চালিয়েছিল ওই সংস্থা। সেখান থেকে পাওয়া খবরের ভিত্তিতে প্রকাশিত রিপোর্টটিতে সামনে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। ছোট কুঠুরিতে একাধিক বন্দি রাখায় শ্বাসরোধ হয়েই মৃত্যু হয় তাদের মধ্যে বেশ কয়েক জনের। এর পর রয়েছে অনাহার, মারধর, এমনকী গুলি করে মেরে ফেলার ঘটনাও।
|
লাওসে বিমান ভেঙে মৃত ৪৪
সংবাদ সংস্থা • ব্যাঙ্কক |
অন্য দিনের মতোই বুধবার বিকেলে রাজধানী ভিয়েনতিয়েনের বিমানবন্দর ছেড়েছিল লাওস এয়ারলাইনস-এর যাত্রীবোঝাই বিমানটি। মাঝপথে মেকং নদীতে ভেঙে পড়ল সেই বিমান। ঘটনাস্থলেই অন্তত ৪৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এয়ারলাইনস কর্তৃপক্ষের আশঙ্কা, খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা। মঙ্গলবারই ভিয়েতনামে আছড়ে পড়েছিল টাইফুন নারি। তারই জেরে লাওস আর কম্বোডিয়ায় সতর্কতা জারি হয়েছিল। এই পরিস্থিতিতে কেন বিমান উড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। ভিয়েনতিয়েনের বিমানবন্দর সূত্রের খবর, তাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চম্পাসাক প্রদেশে মেকং নদীতে বিমানটি ভেঙে পড়েছে। খারাপ আবহাওয়া আর আলো কমে যাওয়ার কারণে এখনও উদ্ধারকাজ শুরু করা যায়নি।
|
ফেসবুকে অপমান, গ্রেফতার দুই
সংবাদ সংস্থা • মায়ামি |
আর পাঁচটা মেয়ের মতোই ফেসবুকের সদস্য ছিল ১২ বছরের মেয়েটি। কিন্তু তার জন্য যে তাকে আত্মঘাতী হতে হবে, তা জানা ছিল না কারওরই। পুলিশ জানিয়েছে, গত মাসে ফ্লোরিডার বাসিন্দা রেবেকা অ্যান সেডউইক একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে পুলিশ জানতে পারে, বেশ কয়েক মাস ধরে ফেসবুকে তার বন্ধুদের কাছে অপমানিত হচ্ছিল সে। তাকে নানা রকম খারাপ কথা বলত তারই দুই সহপাঠিনী। ১৪ ও ১২ বছরের সেই দুই অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম কিশোরী অভিযোগ স্বীকার করে নিলেও, ছোট মেয়েটি জানিয়েছে, ফেসবুকে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। প্রথম জনকে জুভেনাইল জেলে রাখা হয়েছে। অন্য মেয়েটি তার নিজের বাড়িতেই নজরবন্দি।
|
আলোর ফাঁদে
সংবাদ সংস্থা • লন্ডন |
অফিস সেরে বাড়ি ফেরার সময়ই উইন্ডস্ক্রিনে আছড়ে পড়ে সূর্যাস্তের আভা। আর তাতেই চোখ ঝলসে প্রতি বছর প্রাণ হারান বহু চালক। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। গত এক বছরে সন্ধ্যের সময় সূর্যের ছটায় চোখ ধাঁধিয়ে মারা গিয়েছেন অন্তত ৩৬ জন গাড়ির চালক। দুর্ঘটনা ঘটেছে তিন হাজারেরও বেশি। বছরের মধ্যে আবার সব চেয়ে ভয়ের এই শরৎ শেষের সময়টাই। কোনও বড় গাছ বা বাড়ির ফাঁক দিকে এক টুকরো আলো যখন গাড়ির কাচে এসে পড়ে, তখনই বিপত্তি হয় বেশি, দাবি করা হয়েছে এই রিপোর্টে। প্রাণ বাঁচাতে তাদের দাওয়াই একটাই, আস্তে চালান গাড়ি।
|
জঙ্গি হানায় হত মন্ত্রী
সংবাদ সংস্থা • লাহৌর |
ঈদুজ্জোহার অনুষ্ঠান চলাকালীন আত্মঘাতী জঙ্গি হানায় নিহত হলেন পাকিস্তানের এক প্রাদেশিক আইনমন্ত্রী। মৃত্যু হয়েছে আরও ৬ জনের। আহত অন্তত ৩০। উত্তর-পশ্চিম পাকিস্তানের কুলাচি গ্রামে ইশরারুল্লা গন্দাপুর নামের ওই মন্ত্রীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। |
|