টুকরো খবর
মার্কিন প্রশাসনে তালা খুলতে সমাধান সূত্র এখনও অধরা
হাতে মাত্র দু’দিন। এর মধ্যেই অন্তত স্বল্পকালীন মেয়াদে ঋণের ঊর্ধ্বসীমা না বাড়াতে পারলে ইতিহাসে প্রথমবার ধার মেটাতে পারবে না আমেরিকা। কিন্তু বিষয়টি নিয়ে সমাধান সূত্র মিলল না মঙ্গলবারও। সমঝোতায় আসতে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় মার্কিন সেনেটে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের নিয়ে আলোচনা চালাচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। কিন্তু মঙ্গলবার এ সংক্রান্ত আলাদা একটি প্রস্তাব আনল হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। যার মধ্যে আছে শর্ত সাপেক্ষে জানুয়ারি পর্যন্ত মার্কিন মুলুকে প্রশাসনিক কাজকর্ম চালু রাখা এবং ফেব্রুয়ারি পর্যন্ত ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানোর বিষয়টি। যদিও এটি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি বলে পরে জানিয়েছেন প্রতিনিধি সভার রিপাবলিকান নেতা জন বোহনার। তবে রিপাবলিকানদের ওই শর্তযুক্ত প্রস্তাবকে এ দিনও বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। সেই সঙ্গে ফের স্পষ্ট জানিয়েছেন, প্রশাসনিক কাজকর্ম চালু করতে কখনও কোনও ভাবেই মুক্তিপণ দেবেন না তাঁরা।

পুরনো খবর:

টাইফুনের আশঙ্কা টোকিওয়
গত দশ বছরে এমন দুর্যোগের কবলে পড়েনি জাপান। যে দুর্যোগ ধেয়ে আসছে টোকিওর ফুকুশিমার পরমাণু কেন্দ্রের দিকে। আর কয়েক ঘণ্টার মধ্যেই জাপানে আছড়ে পড়তে চলেছে টাইফুন উইফা। যার ফলে বাতাসের গতি হবে ঘণ্টায় ২০০ কিলোমিটার। সঙ্গে ভারী বৃষ্টি। আবহাওয়াবিদদের দাবি, “গত দশ বছরে এত ভয়ঙ্কর টাইফুন আসেনি জাপানে। কান্ত এলাকা (টোকিও আর তার আশপাশে) পড়বে এর কবলে। যার জেরে যান চলাচলে মারাত্মক প্রভাব পড়বে।” ফুকুশিমা কেন্দ্রের চুল্লির দায়িত্বে থাকা এক কর্মী জানাচ্ছেন, শহরে টাইফুনের মারাত্মক প্রভাবের চেয়েও যেটা আশঙ্কাজনক, সেটা হচ্ছে ঝড়ের ফলে জলে অবাধে মিশে যাবে পরমাণু কেন্দ্রের তেজস্ক্রিয় পদার্থ। পরমাণু কেন্দ্রেরই এক মুখপাত্র জানিয়েছেন, যে সব জায়গার জল দূষিত হতে পারে, সে সব জায়গায় তাঁরা নজরদারি চালাবেন। সমুদ্রের জলে তেজস্ক্রিয়তা যাতে না ছড়ায়, তার জন্য বিধ্বংসী সুনামির পর থেকেই পরমাণু কেন্দ্রের গবেষকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এ বার আবার টাইফুন হানা দিলে কী হবে, সেই চিন্তায় ভাঁজ পড়েছে তাঁদের কপালেও। এই মাসের গোড়াতেই একটি ট্যাঙ্ক থেকে ৪৩০ লিটার দূষিত জল লিক করেছিল।

বিমানবন্দরে বিস্ফোরণ
‘ড্রাই আইস’-এ (জমাট বাধা কার্বন ডাই অক্সাইড) বিস্ফোরণ লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে টম ব্র্যাডলি আর্ন্তজাতিক টার্মিনালের কাছে। ঘটনার জেরে প্রায় চার ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে। টার্মিনাল সংলগ্ন কর্মীদের শৌচাগারেই রাখা ছিল কৌটো ভর্তি ‘ড্রাই আইস।’ তবে সোমবারের এই বিস্ফোরণে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

আদালতে পেশ করা হল আল-কায়দা নেতা লিবিকে
লিবিয়া থেকে পাকড়াও করার পরে এ বার আদালতে তোলা হল সন্দেহভাজন আল-কায়দা নেতা আবু আনাস আল-লিবিকে। মঙ্গলবার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে হাজির করা হয় কেনিয়া ও তানজানিয়ার মার্কিন দূতাবাসে বিস্ফোরণে অভিযুক্ত ওই জঙ্গিকে। অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ৫ অক্টোবর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে তাঁর বাড়ির সামনে থেকে লিবিকে পাকড়াও করে মার্কিন বিশেষ বাহিনী। সোমবার তাঁকে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। লিবির বিচার সামরিক না অসামরিক আদালতে হওয়া উচিত তা নিয়ে বিতর্ক রয়েছে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যেই। আগে গুয়ান্তানামো বে-র কারাগারে সামরিক আদালতে বিচার হয়েছে বহু জঙ্গির। কিন্তু, পরে সেই বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ওঠে। ফলে, ফেডারেল কোর্টে লিবির মতো অভিযুক্তদের বিচারের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও অ্যাটর্নি-জেনারেল এরিক হোল্ডার। কিন্তু নিউ ইয়র্ক থেকে নির্বাচিত জনপ্রতিনিধি পিটার কিংয়ের মতে, আমেরিকায় আনলেই জঙ্গিদের আর জেরা করা যায় না। আইনি বাধা এসে হাজির হয়। তাই এই অভিযুক্তদের বিচার গুয়ান্তানামোর সামরিক কমিশনেই হওয়া উচিত। সরকারের পাল্টা যুক্তি, ফেডারেল কোর্টে অনেক জঙ্গিরই দ্রুত সাজা হয়ে গিয়েছে। কিন্তু গুয়ান্তানামোয় জঙ্গি শেখ খালিদ মহম্মদের বিচার এখনও চলছে। লিবির ছেলে আবদুল্লা জানিয়েছেন, বাবার জন্য পরিবারের পক্ষে এক জন কৌঁসুলি নিয়োগ করতে চান তিনি।

পুরনো খবর:

দু’দেশে মসজিদে বিস্ফোরণ, হত ১৩
আফগানিস্তান ও ইরাকের মসজিদে একই দিনে বিস্ফোরণে মোট ১৩ জন নিহত হয়েছেন। একটি ধর্মোৎসবের প্রার্থনায় যোগ দিতে মঙ্গলবার নানা দেশে মসজিদে জমায়েত হয়েছিলেন মানুষ। আফগানিস্তানের লোগার প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণে নিহত হয়েছেন ওই প্রদেশের গভর্নর আরসালা জামাল। ইরাকের কিরকুক প্রদেশে একই ঘটনায় নিহত ১২ জন। নিহতদের মধ্যে তিন শিশু ছাড়াও রয়েছেন এক সেনা অফিসার ও এক পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.