গম পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে এক তৃণমূল প্রধানের বিরুদ্ধে। গত শনিবার মাথাভাঙার শীতলখুচি পঞ্চায়েত এলাকায় ঘটনা। দাতপোতার বাসিন্দারা এক কুইন্ট্যাল চাল আটকে বিক্ষোভ দেখান। পঞ্চায়েতের প্রধান তপতী বর্মন বলেন, “ওই চাল পুজো ও ঈদ উপলক্ষে বিলি করা হচ্ছিল। প্রতিবন্ধীদের বরাদ্দ চাল আমাদের কাছে রয়েছে। শীঘ্রই বিলি হবে। যাঁরা ওই চাল আটকে দিয়েছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হবে।”
|
খাবারের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকন্যাকে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুরের পিরোজপুর এলাকায় রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অপহরনের দুদিন বাদেও ওই শিশুকন্যার হদিস না মেলায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হয়েছেন শিশুটির বাবা। হরিশ্চন্দ্রপুরের আইসি বাবিন মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্ত পালিয়েছে। তদন্ত শুরু হয়েছে।” অভিযুক্ত যুবকের নাম তাজেল শেখ। তার বাড়ি বিদ্যানন্দপুরে। রবিবার সন্ধ্যায় ৯ বছরের দাদা বিকির সঙ্গে রাস্তায় খেলছিল গোলাপী দাস নামে ওই শিশু। গ্রামের বাসিন্দা হওয়ায় অভিযুক্তকে তারা চিনত। তাজেল তাদের মকদমপুরে মেলায় নিয়ে গিয়ে খাওয়ানোর প্রলোভন দেখায়। পরে তাজেল বিকিকে বাড়িতে পাঠিয়ে দেয়।
|
মালদহের হরিশ্চন্দ্রপুরে সামগ্রিকভাবে শ্রেষ্ঠ পুজো সম্মান পেল দক্ষিণী যুগদর্শী ক্লাব। হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এ বছরই প্রথম ওই শারদ সম্মানের আয়োজন করা হয়। দ্বিতীয় ও তৃতীয় শ্রেষ্ঠ পুজোর সম্মান পিপলা শেখর স্মৃতি অঙ্কুর সঙ্ঘ, তুলসীহাটা নেতাজি ক্লাব। প্রতিমায় শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছে গহিলা সর্বজনীন দুর্গোত্সব কমিটি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে কুশিদা সুকান্ত স্মৃতি সঙ্ঘ ও বৈরাট সর্বজনীন।
|
দিনভর বৃষ্টির জেরে সোমবার ইসলামপুরের পুজো কমিটি ঠাকুর বিসর্জন দেয়নি। বিসর্জন ঘিরে মিলল মেলাও ছিল বন্ধ। বৃহস্পতিবার ইসলামপুরে প্রতিমা বিসর্জনের পাশাপাশি হবে মিলন মেলাও। সেখানে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে পুরস্কার দেওয়া হয়। ইসলামপুর মহকুমা শাসক নারায়ণ চন্দ্র বিশ্বাস বলেন, “বৃষ্টির কারণেই সোমবার বিসর্জন, মেলা হয়নি।”
|
মঙ্গলবার সকালে হলদিবাড়ি শহরের রেল স্টেশনের কাছে একটি দোকানের বারান্দা থেকে একটি দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম নবকুমার সরকার (৫০)। তিনি শহরের একটি মিষ্টির দোকানে কাজ করতেন। মুর্শিদাবাদের বহরমপুর শহরে তাঁর বাড়ি। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |