হলদিবাড়ি হাইস্কুল থেকে ৪৩ বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করা একদল ছাত্র প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা দিলেন। মঙ্গলবার হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির অতিথি নিবাসে হলদিবাড়ি হাইস্কুলের ১৩ শিক্ষককে ওই সংবর্ধনা দেওয়া হয়। স্কুল থেকে ১৯৭১ সালে পাশ করা ছাত্রদের মধ্যে ১৫ জন ছাত্র হলদিবাড়ি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মৃত সুবোধ পালকে অনুষ্ঠানে স্মরণও করেন। প্রাক্তনীরা সকলেই প্রতিষ্ঠিত। কেউ ব্যবসায়ী, কেউ চিকিৎসক, কেউ শিক্ষক, কেউ বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মী, আবার কেউ সরকারি কর্মী। সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিলেন দেশের বিভিন্ন প্রান্তে। টেলিফোনের মাধ্যমে যোগাযোগ হত। টেলিফোনেই ওঁরা ঠিক করেন, পুরানো স্কুলে একজোট হয়ে শিক্ষকদের সম্মান জানাবেন। ঠিক হয়, দশমী দিন আড্ডা হবে। আর একাদশীতে ওই অনুষ্ঠান। |
এদিন ওঁরা ১৩ জন শিক্ষককে বাড়ি থেকে নিয়ে আসেন। অনুষ্ঠানের পর দুপুরের খাবার খাইয়ে সবাইকে একটি করে পাঞ্জাবি এবং ফুলের তোড়া উপহার দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়। প্রাক্তনীদের পক্ষে সুব্রত কুমার ঘোষ সুশান্ত দাঁ বলেন, “আমরা শিক্ষকদের কাছে যা শিখেছিলাম, সেই শিক্ষাকে সম্বল করে আমরা জীবনে প্রতিষ্ঠা পেয়েছি। তাঁদের অবদানের কথা মনে করেই এই আয়োজন।” স্কুলের প্রাক্তন শিক্ষকদের মধ্যে অসিতবরণ হোড় এবং শঙ্কর গঙ্গোপাধ্যায় এদিন জানান, বাড়ির বাইরে ওঁদের অভিভাবক ছিলাম। শাসন করতাম ভালবাসতাম। ছাত্ররাও আমাদের প্রচণ্ড শ্রদ্ধা করত। এত দিন পরেও ওঁরা আমাদের মনে রাখায় খুব ভাল লাগল। |