প্রায় এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামপাড়া চেঁচড়া অঞ্চলের পাঁচটি গ্রামের অন্তত ২০০ বাড়ি। মাটির দেওয়াল চাপা পড়ে দুজন জখম হয়েছেন। তাঁদের তপন স্বাস্ব্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। সোমবার দুপুরে ঝড়ের দাপটে তপনের পাশাপাশি জেলার গঙ্গারামপুর, বংশীহারি, হরিরামপুর ও কুশমন্ডি ব্লকের একাংশ এলাকায় মাটির ঘরবাড়ি ভেঙে গিয়েছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে নিষ্প্রদীপ বিস্তীর্ণ এলাকা। তারপর থেকে জেলাজুড়ে শুরু হয় টানা বৃষ্টি ফলে দশমী উৎসব ম্লান হয়ে যায়। বালুরঘাটের আত্রেয়ী নদীর ঘাটে ঐতিহ্যবাহী দশমী মেলা ও প্রতিমা নিরঞ্জন উৎসব বিপর্যস্ত হয়ে পড়ে।
জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “ঝড়ে পাঁচটি ব্লকে অন্তত ৫০০ কাঁচাবাড়ির ক্ষতি হয়েছে। বাসিন্দারা খোলা আকাশের নিচে চলে এসেছেন। ক্ষতিগ্রস্তদের ত্রিপল এবং চাল বিলি করা হয়েছে। প্রশাসনের তরফে গৃহনির্মাণ প্রকল্পে তাঁদের বাড়ি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
সোমবার বিকালে এলাকায় যান গঙ্গারামপুরের তৃণমূল বিধায়ক সত্যেন রায়। তিনি জানান, তপন ব্লকের রামপাড়া চেঁচড়ার নওগাঁ, রামপাড়া, পদপাড়া, সুকদেবপুর-সহ ৫টি গ্রাম এবং গঙ্গারামপুরের জাহাঙ্গিরপুর এলাকায় ক্ষতির পরিমাণ বেশি পাশপাশি বংশীহারির চন্ডীপুর, হরিরামপুরের পুন্ডরি এবং কুশমন্ডি ব্লকের করঞ্জি অঞ্চলে ঝড়ে খড় ও টিনের চালের বাড়িগুলি ভেঙে পড়েছে বেশ কয়েকটি গবাদিপশুও মারা গিয়েছে। |