পুজোর পরে তাঁর সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছে বামফ্রন্ট। কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে শারদ-সৌজন্য আপাত ভাবে অতিক্রম করে গেল রাজনীতির টানাপোড়েনকে!
মমতা বন্দ্যোপাধ্যায়ের শারদ-শুভেচ্ছা এ বার পৌঁছল বিরোধীদের কাছেও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রবীণতম বাম নেতা তথা ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ-সহ বামফ্রন্টের সব দলের নেতাদের কাছে মুখ্যমন্ত্রীর প্যাডে সংক্ষিপ্ত শুভেচ্ছা-বার্তা পৌঁছেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যকেও শুভেচ্ছা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘আপনি ও আপনার পরিবারকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনি সুস্থ থাকুন, অনেক অনেক ভাল থাকুন’। চিঠির উপরে উদ্ধৃত আছে ‘ভোরে যখন আকাশ জুড়ে, বাজবে বীণা সোনার সুরে, আমি যেন না রই দূরে, এই দিও মোর মান’...।
রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও উৎসবের শুভেচ্ছা-কার্ড পাঠিয়েছেন বিরোধী নেতাদের। মুখ্যমন্ত্রী অবশ্য দল বা কোনও পদ উল্লেখ করে বার্তা পাঠাননি। তাই ব্যক্তিগত ভাবেই তাঁকে প্রতি-শুভেচ্ছা জানাতে চলেছেন বাম নেতারা। তাঁরা ঠিক করেছেন, নবান্ন বা মহাকরণে সরকারি ছুটি থাকায় মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানাতেই শুভেচ্ছা-বার্তা পাঠাবেন। অশোকবাবু এ দিন রাতেই দূত মারফত কালীঘাটে ‘মাননীয়া মমতা’ সম্বোধনে জবাবি শুভেচ্ছা পাঠিয়ে দিয়েছেন। শুভেচ্ছার জবাব দিয়েছেন আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী এবং প্রদেশ কংগ্রেস সভাপতিও। |