সন্ত্রাস বন্ধের দাবিতে দিল্লিতে বাম অবস্থানে |
রাজ্যে সন্ত্রাস বন্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দিল্লিতে অবস্থান করবে বামফ্রন্ট। তার আগে রাজ্যের প্রতিটি জেলায় জেলা শাসকের দফতরের সামনে আন্দোলন হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, কৃষকদের অভাবি বিক্রি বন্ধে সরকারি হস্তক্ষেপ, দু’টাকা কিলো দরে প্রতিটি পরিবারকে মাসে ৩৫ কিলো চালের দাবিতে আন্দোলন। মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকের পরে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “গ্রাম-মহকুমা-জেলাতে আন্দোলন করার পরে দিল্লিতে অবস্থান করা হবে।” বস্তুত, লোকসভা ভোটের আগে এ ভাবেই ধাপে ধাপে কর্মীদের চাঙ্গা করতে চাইছে বামেরা। নভেম্বরে তৃণমূলের ব্রিগেড সমাবেশ। তার পরে কংগ্রেস ব্রিগেড সমাবেশ করতে পারে। বিমানবাবু এ দিন বলেন, “সবার শেষে আগামী বছরে বামেরা ব্রিগেডে জমায়েত করবে।” পাঁচটি পুরসভার ভোট ও বিভিন্ন ওয়ার্ডের উপ-নির্বাচনের ব্যাপারেও এ দিনের বৈঠকে আলোচনা হয়। বিমানবাবু জানান, আসন-রফা ও প্রার্থী ঠিক করার সব দায়িত্ব জেলা বামফ্রন্টকেই দেওয়া হয়েছে।
|
আজ, বুধবার ত্যাগের উৎসব ঈদুজ্জোহা। ধনী-দরিদ্র সকলে আজ সকালের নমাজে এক সারিতে সামিল হবেন। নমাজের পরে ত্যাগের প্রতীক হিসেবে পশু কুরবান করে তা উৎসর্গ করবেন আল্লাহ-র উদ্দেশে। |