মণ্ডপে হামলা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
বিসর্জনের সময় মাইকে চটুল হিন্দি গান না বাজানোয় পুজো মণ্ডপে হামলার অভিযোগ উঠল। পুরুলিয়া শহরের সিন্দারপট্টি সুভাষপল্লি সবর্জনীন দুর্গাপুজো মণ্ডপে এই ঘটনাটি ঘটেছে। রাতের অন্ধকারে কেউ বা কারা কাপড় কেটে মণ্ডপ নষ্ট করেছে। পুরুলিয়ার মহিলা পরিচালিত সিন্দারপট্টি সুভাষপল্লি সবর্জনীন দুর্গাপুজো কমিটির সভাপতি রিতা মুখোপাধ্যায়ের অভিযোগ, “আমরা ঢাক বাজিয়ে বিসর্জন করব ঠিক করেছিলাম। কিন্তু, এলাকার অল্প কিছু মানুষ চাইছিলেন, গান বাজিয়ে বিসর্জন হোক। এটা নিয়ে আমাদের সঙ্গে মতান্তরও হয়। আমরা ঢাক বাজিয়েই বিসর্জন করি। মঙ্গলবার সকালে দেখি, আমাদের মণ্ডপের কাপড় কে বা কারা কেটে দিয়েছে।” কমিটির পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, শহরের কোন প্রতিমাই এ বার সাহেববাঁধে বিসর্জন করতে দেওয়া হবে না বলে জানিয়েছিল পুরসভা। পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কোনও কমিটিই এ বার সাহেববাঁধে বিসর্জন করেনি। সাহেববাঁধের পাশে কিং এডওয়ার্ড মেমোরিয়াল ট্যাঙ্কে বিসর্জন হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের মোট ৬২টি পুজোর মধ্যে বিজয়াতে ৫৮টির বিসর্জন হয়ে গিয়েছে।
|
হুদুড়দুর্গা স্মরণ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
দুর্গার হাতে বধ হওয়া মহিষাসুরকে স্মরণ করল জঙ্গলমহল। শিকার দিশম খেড়োয়াল বীর লাকচার কমিটির উদ্যোগে নবমীর দিন হুদুড়দুর্গার (মহিষাসুর) স্মরণ অনুষ্ঠান হল কাশীপুরের ভালাগোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। সংগঠনের সম্পাদক অজিতপ্রসাদ হেমব্রম বলেন, “আদিবাসীদের বীর পুরুষ হলেন মহিষাসুর। একদা তিনিই আদিবাসীদের রাজা ছিলেন। তাঁকে অন্যায় ভাবে নবমীর দিন হত্যা করা হয়েছিল বলে তাঁর স্মরণে এই অনুষ্ঠান। জঙ্গলমহলের তিন জেলা-সহ ঝাড়খণ্ড, ওড়িশা থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠানে অসুর পদবির কিছু মানুষজনও এসেছিলেন।
|