নদীতে দুর্গাপুজোর ঘট বিসর্জন দেওয়া নিয়ে রেষারেষির ঘটনায় তলোয়ারের খোঁচায় জখম হলেন এক যুবক। সোমবার সকালে বরাবাজারের নেংশাই নদীর ঘাটে বরাবাজার রাজবাড়ি ও নামোপাড়া মেলা কমিটির মধ্যে এই গোলমাল হয়। নামোপাড়ার এক যুবক তলোয়ারের আঘাতে জখম হন বলে অভিযোগ। পরে বরাবাজার স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করার পরে ছেড়ে দেওয়া হয়। দু’পক্ষই পরে পুলিশের কাছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ওই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
বিজয়া দশমীর সকালে বরাবাজারের পুজো কমিটিগুলি একে একে শোভাযাত্রা করে নেংশাই নদীর ঘাটে ঘট বিসর্জন দিতে যায়। লক্ষ্মীপুজোর পরে প্রতিমা বিসর্জন দেওয়ার নিয়ম। তলোয়ার নিয়ে এখানে শোভাযাত্রা করার চল। বরাবাজার রাজবাড়ির সদস্য কল্যাণীপ্রসাদ সিংহদেও-র দাবি, “প্রচলিত প্রথা অনুযায়ী বরাবর রাজবাড়ির ঘট-সহ দোলা আগে থাকে। পিছনে থাকে অন্য পুজো কমিটিগুলির ঘট। কিন্তু নামোপাড়ার শোভাযাত্রায় থাকা কিছু বহিরাগত যুবক হঠাৎ আগে বিসর্জন দেবে বলে গোলমাল পাকায়। তারাই আমাদের দিকে তলোয়ার নিয়ে তেড়ে আসে। একজন জখমও হন।”
আহত যুবক তাদের পক্ষের বলে পুলিশের কাছে দাবি করেছে নামোপাড়ার কর্মকর্তারা। পুলিশকের কাছে নামোপাড়ার তরফে অভিযোগে জানানো হয়েছে, বিনাপ্ররোচনায় রাজবাড়ির সদস্যেরা তলোয়ার নিয়ে চড়াও হন। যদিও ওই পুজো কমিটির অন্যতম কর্মকর্তা সত্যজিৎ হোতা কোনও মন্তব্য করতে চাননি। বাসিন্দাদের দাবি, ওই নদী ঘাটে পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকলে এই ধরনের ঘটনা এড়ানো যেত। |