ব্যবসায়ীকে ভোজালির কোপ দুষ্কৃতীদের
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক ব্যবসায়ীকে ভোজালি দিয়ে কুপিয়ে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বসিরহাটের বেলতলায় ইটিন্ডা রোডে। পুলিশ জানিয়েছে, আহত ওই ব্যবসায়ীর নাম অমিতাভ কুণ্ডু। বাড়ি বসিরহাটের ছোট জিরাফপুরে। বসিরহাটের জামরুলতলায় চুন বালির ব্যবসা করেন তিনি। এ দিন বিকেলে ইটিণ্ডা রোডের বেলতলায় দাঁড়িয়ে ছিলেন তিনি। দুটি মোটর সাইকেলে ছ’জন দুষ্কৃতী এসে ভোজালি দিয়ে তাঁকে কোপাতে থাকে। তাঁর চিৎকারে লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় অমিতাভবাবুকে প্রথমে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে তাঁকে কলকাতার আরজিকরে স্থানান্তরিত করা হয়। পারিবারিক গণ্ডগোলেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ।
|
বিসর্জন দেখতে গিয়ে নদীতে নিখোঁজ ২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ইছামতী নদীতে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই যুবক। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বাদুড়িয়ার তারগুনিয়ায়। মঙ্গলবার রাত পর্যন্ত নিখোঁজ দু’জনের সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে বছর চব্বিশের সৌম্যদীপ শুভ্রর বাড়ি বাদুড়িয়ার চালপট্টি এলাকায় এবং বছর পঁচিশের দেবাশিস বন্দ্যোপাধ্যায় তারাগুনিয়ার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, পুজো উপলক্ষে বন্ধু দেবাশিসের বাড়ি গিয়েছিলেন সৌম্যদীপ। সোমবার, দশমীতে ইছামতীতে প্রতিম নিরঞ্জন দেখতে গিয়েছিলেন দুই বন্ধু। প্রতক্ষদর্শীরা জানান, পাড়ে দাঁড়িয়ে ভাল করে ছবি তুলতে পারছিলেন না বলে দু’জনেই ঘাটের কাছে জলে নেমে পড়েন। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, প্রচণ্ড ভিড়ের চাপেই সম্ভবত দু’জনই জলে পড়ে যান। আর উঠতে পারেননি। স্থানীয় বাসিন্দা সুমন ভট্টচার্য বলেন, “অনেক রাতে ওদের বাড়ি না ফেরার খবর জানাজানি হতে খোঁজাখুজি শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু রাতে তাঁদের কোনও সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে নদীতে ভুটভুটি নিয়ে বসিরহাট থেকে তেঁতুলিয়া পর্যন্ত তল্লাশি চলে। কিন্তু খোঁজ মেলেনি।
|
পথ দুর্ঘটনা, মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। সোমবার, দশমীর সকালে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের ভাসা এলাকায়। মৃতদের নাম সমীর পাইক (২৬), রবি দাস (২০) এবং সোমনাথ হালদার (২৭)। তাঁদের বাড়ি বেহালার পর্ণশ্রী এলাকায়। পুলিশ জানায়, ওই তিন যুবক একটি মোটরসাইকেলে চেপে বেহালা থেকে কুলপি যাচ্ছিলেন। ভাসার কাছে কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে মোটরসাইকেলটি ধাক্কা মারলে ছিটকে পড়েন তিন জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
|
দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর বিকেলে বসিহাটের পাইকপাড়ায় ওই দুর্ঘটনায় আছিয়া বিবি (৬০)-কে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে কলকাতার হাসপাতালে মারা যান তিনি।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালে, বিষ্ণুপুরের চড়কতলায়। মৃতের নাম নিতাই মণ্ডল (৪৭)। পুলিশ জানায়, এ দিন সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বিদ্যুতের তার ছিঁড়ে তাঁর গায়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিতাইবাবুর।
|
চুরি করতে এসে গণপ্রহারে মৃত্যু |
চুরি করতে এসে ধরা পড়ে গণপ্রহারে মৃত্যু হল চোরের। সোমবার রাতে ক্যানিং থানার তালদির রাজাপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ওই চোরের নাম সঞ্জয় রায় (২৮)। বাড়ি ক্যানিংয়ের কৃষ্ণকালি কলোনিতে। চোরকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক উত্তম মুখোপাধ্যায় এবং স্থানীয় এক বাসিন্দা অমিত মুখোপাধ্যায়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দু’জন চোর উত্তমবাবুর বাড়িতে চুরি করতে ঢোকে। বাড়ির লোকজন আওয়াজ পেয়ে ছুটে এসে সঞ্জয়কে ধরে ফেললেও পালিয়ে যায় অন্য চোর। শুরু হয় গণধোলাই। ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে সঞ্জয়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। |