বনগাঁ-চাকদহ রোড ধরে রামব্রিজ পেরিয়েই থমকে যাচ্ছিল জনস্রোত। কেউ মোবাইলে ছবি তুলতে ব্যস্ত তো কেউ বাচ্চার কান্না থামাতে। কেউ বা আগের দিন ঠিক মতো দেখতে পাননি, তাই ফের এসেছেন। আর রাস্তার ধারে দর্শকদের দিকে ঘাড় ঘুরিয়ে গর্জন করে চলছে দশফুট উঁচু দশাশই চেহারার কিংকং। বনগাঁর মতিগঞ্জ ঐক্য সম্মেলনীর পুজোয় লাল চোখ, কালো হাত নিয়ে হলিউডের এই গেরিলা চরিত্রটি এমনই নজর কেড়েছে দর্শকদের যে মা দুগগারও টিআরপি হার মেনেছে। ক্যামেরা হোক বা মোবাইল, সবাই তাকেই ফ্রেমবন্দি করতে ব্যস্ত। |
শুধু তাই নয়, এই গেরিলার প্রেমে ঝপাঝপ পড়ছেন তরুণীরাও। সদ্য বিবাহিতা সায়ন্তনী তো স্বামীর মোটরবাইকে চড়ে ভোর রাতে শুধু কিংকংকেই দেখতে হাজির মণ্ডপে। স্বামীর আপত্তি তো কি! তিনি ছোঁবেনই গেরিলা। উদ্যোক্তারাও কি ভাবতে পেরেছিলেন, শহর জুড়ে এত্তো আকর্ষণ থাকতে মন কাড়বে তাঁদের ওই কালো কুচকুচে গেরিলা! উদ্যোক্তাদের তরফে দেবদাস মণ্ডল বলেন, “আমরা ভাবতেই পারিনি, প্রতিমা আর মণ্ডপ ছাপিয়ে নজর কাড়বে এই কিংকং!”
পুজো উপলক্ষে নিরাপত্তার ব্যবস্থাও ছিল জোরদার। পুলিশের উদ্যোগে হওয়া শারদ সম্মান প্রতিযোগিতায় বিচারক হয়ে এসেছিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, নাট্যকার চন্দন সেন প্রমুখ। |