আদালতের নির্দেশে ধৃত জঙ্গিপুর কলেজের অধ্যক্ষের ছেলে বিপুল শেখকে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে রবিবার জঙ্গিপুর কোর্টের বিচারক শুভ্রজ্যোতি ধর ৮ নভেম্বর অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সাগরদিঘির সাউরাইল গ্রামের ওই তরুণী রঘুনাথগঞ্জে অধ্যক্ষের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। ১০ সেপ্টেম্বর ওই তরুণী অসুস্থ বলে খবর দেয় বিপুলের মা শান্তি বিবি। ওই পরিচারিকার মা বলেন, “গিয়ে দেখি মেয়ে অসুস্থ। চিকিত্সকের কাছে নিয়ে গেলে জানতে পারি সে অন্তঃসত্ত্বা। পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করায় আদালতের দ্বারস্থ হই।” সরকারি আইনজীবী সোমনাথ চৌধুরী বলেন, “তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে কোর্টের নির্দেশে পুলিশ বিপুল শেখকে পাকড়াও করে। বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন।”
|
নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ এক মহিলার স্বামী বাবলু বন্দ্যোপাধ্যায় ও দেওর শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে। অপর দুই অভিযুক্ত মহিলার জা ও ভাসুর অবশ্য পলাতক। ধৃতেরা কৃষ্ণনগরের দক্ষিণ কালীনগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালে শহরের ঘূর্ণি এলাকার বাসিন্দা অমিত ঘটকের মেয়ে অর্পিতার সঙ্গে বিয়ে হয় বাবলুর। বিয়ের পর থেকেই টাকার দাবিতে শ্বশুর বাড়ির লোকজন অর্পিতাদেবীর উপর অত্যাচার করত বলে অভিযোগ। লাগাতার জ্বালাতন সহ্য করতে না পেরে সোমবার বিকেলে ওই মহিলা অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
|
হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। গোলাম মর্তুজা ও সরিফুল সেখ নামে ধৃত ওই দুই যুবক লালগোলার বাসিন্দা। রবিবার রাতে বড়ঞার তালোয়ার সাঁকো থেকে পুলিশ তাদের ধরে। তাদের কাছ থেকে প্রায় এক কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
|
দুর্গাপুজোর ভাসানের পর গ্রামের এক আম গাছ থেকে উদ্ধার করা হল যুগলের ঝুলন্ত দেহ। মৃত অঞ্জু বিশ্বাস (১৬) ও সবুজ বিশ্বাস (২২) কৃষ্ণনগরের ভীমপুর ও শাকদহের বাসিন্দা। পাশাপাশি গ্রামে বাড়ি ওই দু’জনের। পুলিশের অনুমান প্রেমে বাধা পেয়ে তাঁরা আত্মঘাতী হয়েছেন। |