সপ্তমী থেকে নবমী প্রতিদিন ভোর ৫ টায় শুরু হত লোকগান, শেষ হত রাত ৯ টায়। লোকশিল্পীদের সংগঠন ‘আরশিনগর’ আয়োজিত ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বহরমপুর শহরের এক্সজিবিশন বাদান রোডে চিকিত্সক সমীর শীলের বাড়ির বাগানে। আলকাপ, বাউল, কীর্তন, জারি, পাঁচালি, লালনগীতি ও মুর্শিদি গান বাজানার সঙ্গে সেখানেই লোকশিল্পীদের থাকা খাওয়ারও ব্যবস্থা ছিল। প্রতিদিন ভোর পাঁচটায় লোকশিল্পীরা দল বেঁধে গান করতে করতে পথপরিক্রমা করে গঙ্গাস্নান সেরে ফিরে আসতেন অনুষ্ঠান স্থলে। ‘আরশিনগর’-এর কর্ণধার সমীর শীল বলেন, “মোট প্রায় ৭০০ জন লোকশিল্পী অংশগ্রহণ করেন।”
|
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও রাজ্য গ্রন্থাগার আন্দোলনের পুরোধা প্রয়াত নির্মল চৌধুরি স্মরণে একাদশ বর্ষ ‘নির্মল চৌধুরি স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হল পুরাতত্ত্ব পরিষদের সভাগৃহে। আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মের সার্ধশতবর্ষ স্মরণে বক্তৃতার বিষয় ছিল ‘ব্যক্তিগত সংগ্রহের ইতিবৃত্ত’। বক্তা ছিলেন জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন অধিকর্তা স্বপনকুমার চক্রবর্তী। আলোচনাসভা সঞ্চালনা করেন রামকৃষ্ণ মিশনের গোলপার্কের গ্রন্থাগার উপদেষ্টা অরুণ ঘোষ।
|
বছরভর মহলার ফাঁকে ওঁরা পয়সা জামাতেন মাটির ভাঁড়ে। সারা বছরের জমানো পয়সা মাটির ভাঁড় ভেঙে জড়ো করার পর সেই টাকায় নতুন পোশাক কিনে দেওয়া হয় সেই সব ছোটদের যাদের পুজোয় জামাকাপড় হয় না। ‘নবদ্বীপ ছন্দনীড়’-এর এই উদ্যোগ এ বার তৃতীয় বছর অতিক্রম করল। মহালয়ার সকালে নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে অনাড়ম্বর অনুষ্ঠানে ৫০ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক।
|
বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রবাদপ্রতিম অঙ্কের শিক্ষক কাজি আলি আফসারের স্মরণসভা অনুষ্ঠিত হল গত ৯ অক্টোবর। ওই অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক পার্থসারথি বসু, আইসিআই স্কুলের শিক্ষক সুব্রত সরকার এবং কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রধানশিক্ষক সুকেশ ভৌমিক। শোক প্রস্তাব পাঠ করেন শিক্ষক কৃষ্ণেন্দু মণ্ডল। গত ২০ সেপ্টেম্বর তিনি মারা গিয়েছেন।
|
বহরপুর ও লালগোলা থেকে প্রকাশিত হয়েছে দু’টি সাময়িক পত্রিকার শারদ সংখ্যা। তাপস ঘোষ ও এমদাদুল হক সম্পাদিত ‘চারুলতা’র উত্সব সংখ্যার প্রচ্ছদ ও নামাঙ্কন করেছেন কবি নাসের হোসেন। ওই সংখ্যাটিতে কবিতা ছাড়াও রয়েছে অশ্রুকুমার সিকদার ও তাপস ঘোষের দু’টি নিবন্ধ। লালগোলা থেকে প্রকাশিত হয়েছে ‘মনের জানালা’। |