টুকরো খবর |
নির্বিঘ্নেই নিরঞ্জন-পর্ব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
তমলুকের পায়রাটুঙ্গীতে বিসর্জন। |
ঠাকুর দেখার উৎসাহের কাছে শেষ পর্যন্ত হেরে গেল বৃষ্টি। তাই দশমীর সকালেও পুজো মণ্ডপগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সপ্তমীর রাত থেকে শুরু করে নবমীর দুপুর, ব্যাপক ঝড় বৃষ্টিতে শহরের বেশ কয়েকটি পুজো মণ্ডপের ক্ষতি হয়। সোমবার দশমীর সন্ধ্যায় কাঁথির নান্দনিক ক্লাবের উদ্যোগে করকুলিতে আয়োজিত ‘রাবণ পোড়া’ দেখতে মানুষের ঢল নামে। সারস্বতী ক্লাবে সিদুঁর খেলা অনুষ্ঠানও মহাসমারোহে পালিত হয়। কাঁথি পুরসভা এলাকার সমস্ত প্রতিমারই নিরঞ্জন হয় সোমবার। শহরের সাধু জানার পুকুর ও ক্যানেলপাড়ে ভোররাত পর্যন্ত প্রতিমা বিসর্জন দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। শহরের ওয়েল ফেয়ার ক্লাবের প্রতিমা বিসর্জন নিয়ে গভীর রাতে পুলিশের সঙ্গে ক্লাব সদস্যদের বিরোধ বাধলে উত্তেজনা তৈরি হয়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চার জন ক্লাব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিসর্জনের কাজ শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয় দুই মেদিনীপুরে।
|
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
নবমীর দিন রবিবার সন্ধ্যায় কাঁথি থানার মহিষাগোটের কাছে দিঘা-কলকাতা সড়কে মোটরবাইক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম গৌতম পড়িয়া (২৫)। বাড়ি খেজুরি থানার অলিচকে। আহত আরও দু’জন। আহত দুই যুবকের নাম অলিচকের বাসিন্দা জয়ন্ত শীট ও বীরবন্দর গ্রামের বাসিন্দা রতন শীট। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেজুরি থেকে দিঘা যাওয়ার সময় মহিষাগোটের কাছে দিঘা-কলকাতা সড়কে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গৌতমবাবুর মৃত্যু হয়। আহত দু’জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
সমুদ্রে তলিয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
তাজপুরের সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে এক জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম রাহুল দাস (২১)। তিনি বিদ্যুৎ বণ্টন সংস্থার অস্থায়ী কর্মী ছিলেন। সুজয় পাল (২৬) নামে অন্য যুবকে খোঁজ মেলেনি। তাঁদের বাড়ি মধ্যমগ্রাম থানার সুকান্ত পল্লিতে। সোমবার ওই দুই যুবক-সহ দশ জনের একটি দল তাজপুর বেড়াতে যায়। দুপুরে সকলে সমুদ্রে নামে। প্রবল ঢেউয়ে রাহুল ও সুজয় তলিয়ে যান। |
|