টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে যে নজির কারও নেই, সেটাই গড়ে ফেললেন বাংলাদেশের সোহাগ গাজি। চট্টগ্রামের স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বরিশালের ২২ বছর বয়সি বাঙালি ক্রিকেটার ব্যাট হাতে সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে হ্যাটট্রিক করে ইতিহাস তৈরি করেছেন।
পুজোর মধ্যেই পাঁচ দিনের ম্যাচ ড্র থাকলেও (নিউজিল্যান্ড ৪৬৯ ও ২৮৭-৭ ডিঃ, বাংলাদেশ ৫০১ ও ১৭৩-৩) গাজির নজিরবিহীন পারফরম্যান্সের সুবাদে চট্টগ্রামের টেস্ট চিরস্মরণীয় হয়ে থাকছে। বাংলাদেশের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে মূলত অফস্পিনার গাজি ১০১ রানে অপরাজিত থাকেন। প্রায় চার ঘণ্টা কিউয়ি বোলিং আক্রমণ সামলে তিনি ১৬১ বল খেলে ১০টি বাউন্ডারির পাশাপাশি তিনটি ছক্কাও মারেন। গত বছর নভেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটানোর পর গাজির এর আগে ছয় টেস্টে কোনও হাফসেঞ্চুরিও ছিল না। মোট রান ছিল ১৪৫। |
তবে চমকের এখানেই শেষ নয়। টেস্টে সেঞ্চুরি করার পর সেই টেস্টেই গাজি এর পর বল হাতে হ্যাটট্রিক করে বসেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সাতটি উইকেটের মধ্যে ছ’টিই গাজির (৬-৭৭)। তার মধ্যে নিজের ২৪তম ওভারের (ইনিংসের ৮৫তম ওভার) দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে গাজি পরপর আউট করেন অ্যান্ডারসন (এলবিডব্লিউ), ওয়াটলিং (কটবিহাইন্ড) আর ব্রেসওয়েলকে (স্লিপে ক্যাচ)। অ্যান্ডারসন (৮) আর্ম বলে ঠকে যান। পরের বলেই ওয়াটলিং (০) উইকেটকিপার-কাম-অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন। তার পরের বলে ব্রেসওয়েল (০) প্রথম স্লিপে সাকিব আল হাসানকে ক্যাচ দেন। তবে এটাই গাজির টেস্টে সেরা বোলিং হিসাব নয়। এর আগে এক ইনিংসে তিনি ৭৪ রান দিয়ে ছ’উইকেট পেয়েছিলেন। সাত টেস্টে গাজির উইকেট সংখ্যা এখন ৩৪। |