শেষ পর্যন্ত মেট্রোর প্রস্তাবিত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটল রেল। ভাড়া বাড়ানো হবে, তবে পূর্ব ঘোষিত ভাড়ার চেয়ে কম হারে। রাজনৈতিক মহলের খবর, প্রধানত তৃণমূলের প্রতিবাদের মুখে পড়েই এই বদল। প্রতিবাদ করেছিল সিপিএম-ও। এর সঙ্গেই ঠিক হয়েছে, পূর্ব ঘোষিত ১৮ তারিখের বদলে নতুন ভাড়া কার্যকর হবে দীপাবলির পরে।
২০০৯ সাল থেকে রেলমন্ত্রী ছিলেন বাংলার রাজনীতিকেরাই। মমতা বন্দ্যোপাধ্যায় নীতিগত ভাবেই রেল-ভাড়া বৃদ্ধির পক্ষপাতী ছিলেন না। পরবর্তী কালে দীনেশ ত্রিবেদী ভাড়া বাড়াতে চেয়ে দলের অন্দরে সমস্যায় পড়েন। রেলমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেয় তৃণমূল। তাঁর জায়গায় মন্ত্রী হন মুকুল রায়। ইউপিএ ছেড়ে তৃণমূল বেরিয়ে আসার পরে রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কংগ্রেসের অধীর চৌধুরী। রেল সূত্রের খবর, প্রতিমন্ত্রী হয়ে অধীরবাবু পরিষেবার স্বার্থে প্রথম থেকেই কিছুটা ভাড়া বাড়াতে চেয়েছেন।
তাই ১৩ বছর পরে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। কিন্তু রেল বোর্ড যে হারে ভাড়া বাড়িয়েছিল, তা পছন্দ হয়নি রেল প্রতিমন্ত্রীরও। ইতিমধ্যে ৮ অক্টোবর কলকাতা মেট্রোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানোর পরেই আন্দোলনে নামে তৃণমূল। শুরু হয় তাদের মিটিং, মিছিল। ক্ষোভ জানায় সিপিএম-ও। মঙ্গলবার ফের প্রস্তাবিত ভাড়ার বিন্যাস খতিয়ে দেখতে বৈঠক করে রেল বোর্ড। অধীরবাবু এ দিন বলেন, “বোর্ড যে পরিমাণ ভাড়া বাড়িয়েছিল, তা কলকাতার মানুষের আর্থিক ক্ষমতার উপরে চাপ ফেলবে। তাই ভাড়া বৃদ্ধি কিছুটা পুনর্বিবেচনা করা হচ্ছে।” দীপাবলির পরে এই বর্ধিত ভাড়া কার্যকর হতে পারে বলে রেল মন্ত্রকের সূত্রের দাবি।
মেট্রোর এক কর্তা জানান, ৮ অক্টোবরে ঘোষিত ভাড়ায় ভবিষ্যতে সম্প্রসারণের কথা ভেবে ৩০ কিলোমিটার দূরত্বের একটি পর্যায় রাখা ছিল। সংশোধিত ভাড়ায় সেটি বাদ যাচ্ছে। কলকাতায় মেট্রোর যাত্রাপথ এখন ২৭ কিলোমিটার। ওই দূরত্বের হিসেবেই ভাড়ার বিন্যাস করা হচ্ছে। |
বদলের হার |
যা হত |
যা হতে যাচ্ছে |
০-২ কিমি ৫ টাকা |
০-৫ কিমি ৫ টাকা |
২-৬ কিমি ১০ টাকা |
৬-১০ কিমি ১০ টাকা |
৬-১২ কিমি ১৫ টাকা |
১১-২০ কিমি ১৫ টাকা |
১২-২৪ কিমি ২০ টাকা |
২১-২৭ কিমি ২৫ টাকা |
২৪-৩০ কিমি ২৫ টাকা |
পরে ভাবা হবে |
|
তবে রেল মেট্রোর ভাড়া সংশোধনের সিদ্ধান্ত নিলেও তৃণমূল ও সিপিএম আন্দোলনের পথ থেকে সরতে নারাজ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, “ভাড়া ও মাসুল না বাড়িয়ে এবং সুরক্ষার সঙ্গে কোনও আপস না করে কী ভাবে রেলের উন্নয়ন করা যায়, তা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন।” কেন্দ্রীয় সরকার অনৈতিক ও অযৌক্তিক ভাবে ভাড়া বাড়াচ্ছে বলে মুকুলবাবুর অভিযোগ। তৃণমূল সূত্রের খবর, আগামী ১৭ অক্টোবর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মিছিল করবে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে নির্দেশ দিয়েছেন মানুষের অসুবিধা এড়াতে দুপুরের ওই মিছিল রাস্তার এক ধার দিয়ে যাবে। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানিয়ে সে ভাবে অনুমতি নেওয়া হবে।
ঘটনাচক্রে, ওই দিনটি বিসর্জনের জন্য নির্দিষ্ট। সে ব্যাপারটিও মাথায় রেখেছেন মুখ্যমন্ত্রী।
তবে মিটিং-মিছিলে অভ্যস্ত বামেরা অবশ্য এ বার প্রতিবাদের ভিন্ন পথ বেছেছেন। মঙ্গলবার বৈঠকের পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “যে ভাবে মেট্রোর ভাড়া বেড়েছে, আমরা তার প্রতিবাদ করছি। রেল মন্ত্রকের কাছে চিঠি দেওয়া হবে।” উৎসবের মরসুমে মানুষকে অসুবিধার মধ্যে না ফেলতে চাওয়ার জন্যই এই সিদ্ধান্ত। বিমানবাবু বলেন, “পুজোর ছুটি মিটে গেলেই প্রতিবাদ করব।”
|
পুরনো খবর: ভাড়া বাড়ল মেট্রোর |