হাওড়া-মালদহ প্যাসেঞ্জার ট্রেন থেকে এক বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেছে রেল। রবিবার থেকে ওই নাবালিকা কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। রেল কর্তৃপক্ষ ও কাটোয়া থানার পুলিশ বর্ধমান জেলার শিশুকল্যাণ কমিটিকে চিঠি দিয়ে ওই কিশোরীকে আপাতত কোনও সরকারি জায়গায় রাখতে অনুরোধ করেছেন। বর্ধমানের এক পুলিশকর্তা বলেন, “কিশোরীটি যে পাচার হয়ে যাচ্ছিল, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। আমাদের কাছে সে কিছু তথ্য দিয়েছে। সেটা খতিয়ে দেখতে হবে।” পুলিশের কাছে ওই কিশোরী জানিয়েছে, তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার পাইডলামা থানার খুলনা গ্রামে। মাস পাঁচেক আগে পাশের গ্রাম সাতক্ষীরার এক যুবকের সঙ্গে সে বারাসত ও হাওড়া হয়ে মুম্বই যায়। কিশোরীর অভিযোগ, যুবকটি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে মুম্বইতে নিয়ে গিয়ে দেহ ব্যবসায় নামায়। সেখান থেকে পালিয়ে আসার সময়ে সে অন্য এক দালালের পাল্লায় পড়ে। পুলিশ জানিয়েছে, ওই দালালের সঙ্গে নাবালিকাটির হাওড়ার সাঁতরাগাছিতে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা হাওড়া থেকে মালদহগামী ট্রেনে উঠে পড়ে। কাটোয়ার কাছে ওই নাবালিকার কথায় সন্দেহ হওয়ায় টিকিট পরীক্ষক রেল কর্তৃপক্ষকে খবর দেন। রেল কর্তৃপক্ষ কাটোয়া রেলপুলিশের (জিআরপি) সাহায্য নিয়ে কিশোরীকে হাসপাতালে ভর্তি করে। দালালটি অবশ্য পালিয়ে গিয়েছে।
|
দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে সোমবার, কাটোয়ায়। এক বাস চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে কাটোয়া থানার নন্দীগ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুনীত কুমার সাঁই (৪৬)। পুলিশ জানিয়েছে, সুনীতবাবুর দেহটি তাঁর বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। অন্যদিকে, কাটোয়া থানার বাউরো গ্রামেও এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সুখেন পাল (২৪)। পুলিশের অনুমান তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন।
|
মঙ্গলবার কালনা মহকুমা ফুটবল লিগে জিতল বান্ধব সমিতি। এ দিন তারা ইস্ট বেঙ্গল ফ্রেন্ডস ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধে খেলা ছিল গোলশূন্য। অতিরিক্ত বৃষ্টি হওয়ায় মাঠ ছিল কর্দমাক্ত। তবু দু’দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ইস্টবেঙ্গল ফ্রেন্ডস বেশ কিছু সুযোগ পেয়েও গোল করতে পারেনি।
|
টিভির জ্যাক খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ছাত্রের। মঙ্গলবার সকালের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম সঞ্জয় বিশ্বাস (১৭)। সে স্থানীয় কৃষ্ণদেবপুর উচ্চবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাতটা নাগাদ বাড়িতে টিভির তারের জ্যাক খুলতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন। এ দিন কালনা মহকুমা হাসপাতালে তার ময়না তদন্ত হয়।
|
কেতুগ্রাম
কীর্তন সম্মেলন। অনন্তপুর পাটবাড়ি, বহরান। দিনরাত। উদ্যোগ: শ্রীশ্রী রঘুনাথজিউ উৎসব কমিটি।
বর্ধমান
ঈদের নমাজ। বর্ধমান টাউন হল ময়দান। সকাল সাড়ে আটটা। উদ্যোগ: সেন্ট্রাল ঈদ কমিটি।
গোলাহাটে ঈদের নমাজ। সকাল আটটা। উদ্যোগ: গোলাহাট ঈদ কমিটি। |