এসার নিয়ে বৈঠক হল না
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গ্রামবাসীদের তরফে কোনও প্রতিনিধি না আসায় বৃহস্পতিবারও ভেস্তে গেল এসার নিয়ে বৈঠক। রাস্তা সারানো ও ক্ষতিপূরণের দাবিতে বাসিন্দারা বাধা দেওয়ায় গত সোমবার থেকে কাঁকসার আকন্দারা গ্রামে এসার অয়েলের সিবিএম গ্যাস তোলার প্রকল্পের কাজ বন্ধ। কয়েক জন বাসিন্দা গ্রামের রাস্তা কেটে দেন দু’জায়গায়। আগে এক বার পুলিশের উপস্থিতিতে বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি। সমস্যা মেটাতে বৃহস্পতিবার এসার ও গ্রামবাসীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল স্থানীয় মলানদিঘি পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এসারের তরফে প্রতিনিধিরা হাজির হলেও এলাকাবাসীদের তরফে কেউ না আসায় বৈঠক হয়নি। গ্রামে ওই সংস্থার ৬টি পিটে এ দিনও কাজ হয়নি। তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সম্পাদক দেবদাস বক্সী জানান, গ্রামবাসীদের প্রতিনিধিদের বৈঠকে বসিয়ে দ্রুত এই সমস্যা মেটানোর চেষ্টা চলছে।
|
মণ্ডপ অন্ধকার
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বিসর্জন নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের প্রতীকি প্রতিবাদে ষষ্ঠীর সন্ধ্যায় মণ্ডপে ১৫ মিনিট আলো বন্ধ রাখল আসানসোল মহকুমার বেশ কিছু পুজো কমিটি। প্রশাসন সূত্রে খবর, পুজো কমিটিগুলিকে জানানো হয়েছে, এ বার একাদশী ও দ্বাদশীতে প্রতিমা বিসর্জন করা যাবে না। হয় দশমী, না হলে দ্বাদশীর পর দিন বিসর্জন করতে হবে। কিন্তু পুজো কমিটিগুলি এই সিদ্ধান্তে অখুশি। তাদের বক্তব্য, দশমীতে বিসর্জন না করলে আরও দু’তিন দিন প্রতিমা ও মণ্ডপ রেখে দিতে হবে, যা খরচসাপেক্ষ। এরই প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পনেরো মিনিট আলো বন্ধ রাখা হয় প্রায় দেড়শো মণ্ডপে।
|
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
উখড়া পুলিশ আউটপোস্ট থেকে ঢিল ছোড়া দূরে একটি সোনারূপোর গয়না সারানোর দোকানে চুরি হয়ে গেল বুধবার রাতে। দোকান মালিকের অভিযোগ, এর আগে ২০ সেপ্টেম্বরও তার দোকানে চুরি হয়েছিল। কিন্তু কেউ ধরা পড়েনি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। |