অপহরণের ঘটনায় ধৃত আর এক দাদা |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বুদবুদে কিশোরকে অপহরণের ঘটনায় আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে বুদবুদের কোটা গ্রামে বাড়ি থেকেই তাকে ধরা হয়। ধৃতের নাম, কুন্তল কর্মকার ওরফে সঞ্জয়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃত কুন্তল সম্পর্কে সায়কের বাবা কিষাণ কর্মকারের ভাগ্নে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দিন কয়েক আগে বুদবুদের কোটা গ্রামের নির্মাণসামগ্রী সরবরাহকারী কিষাণ কর্মকারের বছর দশেকের ছেলে সায়ককে টিউশন থেকে ফেরার পথে অপহরণ করা হয়। ১২ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলেও কিষাণবাবুর দাবি। কিষাণবাবু টাকা নিয়ে ছেলেকে আনতে গেলে পুলিশ তাঁকে অনুসরণ করে সেখানে পৌঁছয়। পুলিশ তদন্তে নেমেছে বুঝে রাতেই সায়ককে গ্রামে ছেড়ে দিয়োয় অপহরণকারীরা। তদন্তে পুলিশ জানতে পারে, অপহরণের মূল পান্ডা হল সায়কের দাদা দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রুদ্রনাথ। কোটা মোড়ের পাপ্পু বিশ্বাসের দোকান থেকে বেনামে সে একটি সিম নেয়। সেই সিম ব্যবহার করেই মুক্তিপণ চেয়ে ফোন করা হয় কিষাণবাবুকে। অপহরণের পরে সায়ককে পানাগড়ে যে ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে রাখা হয়েছিল তাদেরও ঘরে পুলিশ। পুলিশের দাবি, কিষাণবাবুর আর্থিক প্রতিপত্তির কথা জেনে পুজোর মুখে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল রুদ্রনাথ। এই ঘটনার পিছনে কুন্তলের কী ভূমিকা এবং আরও কেউ জড়িত কিনা তা জানতে জেরা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। |