যুবরাজকে আগলে রাখতে চান ধোনি
স্ট্রেলিয়া সিরিজকে ইয়ান চ্যাপেল যতই গুরুত্বহীন বলুন না কেন, এক জনের কাছে সিরিজটার গুরুত্ব অপরিসীম। তিনি যুবরাজ সিংহ। ২০১৩-র জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে খেলার পর যিনি প্রায় ন’মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন। এবং বৃহস্পতিবার থেকে শুরু অস্ট্রেলিয়া সিরিজে যিনি নামতে চলেছেন গোটা দেশের প্রত্যাশার প্রচণ্ড চাপ নিয়ে। আর তাই যুবরাজকে আগলে রাখার লক্ষ্যে নেমে পড়েছেন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি।

যুবরাজকে নিয়ে ফ্লেচারের ক্লাস।
“প্রত্যাবর্তনের মঞ্চে ক্রিকেটারের উপর চাপ তো থাকবেই। আমরা তাই ব্যাপারটাকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছি। ওর উপর যেন বাড়তি চাপ না থাকে। ও যে কামব্যাক করছে, এটা যেন কখনও ওর মনে না হয়। ” এ দিন বলেছেন ধোনি। সঙ্গে ৩১ বছরের অলরাউন্ডারের প্রশংসায় ভারত অধিনায়ক যোগ করেছেন, “আমরা সবাই জানি যে যুবরাজ ম্যাচ উইনার। কঠিন সিরিজে সব সময় ভাল খেলে। আশা করছি দুর্দান্ত ভাবে দলে ফিরে আসবে ও।”
সিরিজের ম্যাচের সময় এক ঘণ্টা করে এগিয়ে আনা হলেও ধোনি মনে করেন, শিশির একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। সাত ওয়ান ডে-র সিরিজ যে যথেষ্ট উত্তেজক হবে, সেটা জানিয়ে ধোনি বলেছেন, “একটা দল পিছিয়ে পড়লেও ফিরে আসার যথেষ্ট সুযোগ পাবে।” জর্জ বেইলির তরুণ অস্ট্রেলিয়া নিয়ে তাঁর মন্তব্য, “এমনিতে ওরা বেশ শক্তিশালী। অলরাউন্ডার, ভাল ব্যাটসম্যান-বোলার সব মিলিয়ে ওদের টিমের ভারসাম্যও আছে। তবে আমরাও কিন্তু যথেষ্ট ফর্মে আছি।”

রাজকোটে ক্যামেরার সামনে নতুন জার্সিতে টিম ইন্ডিয়া।
বৃহস্পতিবার ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছেন রবীন্দ্র জাডেজা। তবে ম্যাচের দিন বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ধোনি আশাবাদী, “প্র্যাকটিসে দেখলাম খুব বৃষ্টি হলেও মাঠকর্মীরা যথেষ্ট ভাল কাজ করেছেন। তবে ম্যাচের এক ঘণ্টা আগে দেখতে হবে আবহাওয়া কেমন থাকে।”
ক্রিকেটের তিনটে ধরনের ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বলেছেন, “আমি প্রত্যেকটা ফর্ম্যাট উপভোগ করি। আমার মনে হয় ওয়ান ডে অনেকটা টেস্ট আর টি-টোয়েন্টির মিশ্রণ। প্রতিটা ফর্ম্যাট তার নিজস্ব কারণে স্পেশ্যাল। ক্রিকেটের তিনটে ধরনকেই আমাদের শ্রদ্ধা করা উচিত।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.