|
|
|
|
পুণেতেই আই লিগে জয়ের বোধন চান করিম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগ পুণেতে আশা জাগাচ্ছে করিম বেঞ্চারিফাকে!
আই লিগে এখনও জয়ের মুখ দেখেনি মোহনবাগান। দু’টি ম্যাচেই ড্র করেছেন কাতসুমি-এরিকরা। কিন্তু আজ বৃহস্পতিবার বালেওয়াড়ি স্টেডিয়ামে পুণে এফসি ম্যাচ খেলতে নামার ঠিক আগেও কিছুটা ফুরফুরে করিম ব্রিগেড। কারণ গত কয়েক দিনের ব্যবধানে কলকাতা লিগে পরপর দু’টি ম্যাচে বড় জয় পেয়েছে মোহনবাগান। মরোক্কান কোচকে বুধবার পুণেতে ফোনে ধরা হলে স্বীকার করলেন, “কলকাতা লিগে পরপর দু’টো জয় ফুটবলারদের মানসিক ভাবে অনেকটাই চাঙ্গা করে তুলেছে বলে মনে হচ্ছে।” পাশাপাশি জানাতে ভুললেন না, “কলকাতা লিগ আর আই লিগ অবশ্য এক নয়। পুণে এফসি অনেক বেশি কঠিন প্রতিপক্ষ। আমাদের সতর্ক থাকতে হবে।” কথা শুনলেই বোঝা যাচ্ছে, গত বারের রানার্সদের বিরুদ্ধে আই লিগ জয়ের বোধন চাইছে পুরো বাগান শিবির। ষষ্ঠীর সন্ধ্যাতেই।
মোহনবাগানে এ বার বেশির ভাগই নতুন মুখ। সেখানে পুণে মোটামুটি একই দল ধরে রেখেছে। করিমের আক্ষেপ ঝরে পড়ে কথা বলতে বলতেই। “পুণের বিরুদ্ধে বাগানের যে দল মাঠে নামাব, তার মধ্যে সাত জনই নতুন।” সঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “ইস্টবেঙ্গলের সাফল্যের অন্যতম কারণ, একই টিম ধরে রেখেছে ওরা। প্রথম একাদশের চার-পাঁচ জনকে বিশ্রাম দিয়েও শিলংয়ের মতো টিমের বিরুদ্ধে ওদের মাঠে গিয়ে সাফল্য পাচ্ছে। আমার পক্ষে যা করা এখন কোনওমতেই সম্ভব নয়।” |
|
ওডাফা ওকোলির মতো ফুটবলারকে চোটের কারণে খেলাতে পারছেন না করিম। জ্বরে কাবু আদিল খানও নেই এই ম্যাচে। সব মিলিয়ে জেতার জন্য মরিয়া হলেও পুণের বিরুদ্ধে নামার আগে নিজের টিম নিয়ে কিছুটা আক্ষেপ করতেই শোনা গেল করিমের কথাবার্তায়।
করিম নতুন দল নিয়ে চিন্তিত হলেও দলের অন্যতম তারকা কাতসুমি কিন্তু ম্যাচ জেতার ব্যাপারে চূড়ান্ত আত্মবিশ্বাসী। গত বারের আই লিগ রানার্সদের বিরুদ্ধে খেলতে নামার আগে ফোনে বলছিলেন, “কিছুটা সময় লাগলেও আমাদের দলের বোঝাপড়া ধীরে ধীরে বাড়ছে। এই মুহূর্তে টিম ছন্দে রয়েছে। জেতার বিষয়ে আমি আত্মবিশ্বাসী।” কিপার সন্দীপ নন্দী আবার বললেন, “দুর্গা পুজোর আগে ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। পুণে কঠিন প্রতিপক্ষ। তবে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে মরিয়া।”
এ দিকে আই লিগে এখনও পর্যন্ত দু’ ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছ পুণে এফসি। একটি ড্র করেছে। তবে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে খুবই সতর্ক পুণে কোচ মাইক স্নোয়ি। তাঁদের প্রধান বিদেশি ডুহুর গত মরসুম থেকেই চোট রয়েছে। ভেঙ্কটেশ সদ্য চোট সারিয়ে উঠেছেন। এখনও পুরো ফিট নন। চোটের জন্য ধনপাল গণেশও অনিশ্চিত। যে জন্য খুব স্বস্তিতে নেই স্নোয়ি। বললেন, “মোহনবাগানের মতো দলকে সমীহ করতেই হয়। ওদের ওডাফা নেই ঠিকই, কিন্তু এরিক বা কাতসুমিও খুব ভাল প্লেয়ার। চার্চিলের বিরুদ্ধে ওদের খেলা আমি দেখেছি। তবে আমরাও কাল পয়েন্ট নষ্ট করতে চাই না।”
করিমের টিমে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। কলকাতা লিগের শেষ ম্যাচে পুলিশ এসি-র বিরুদ্ধে যে টিম খেলেছিল, সেই দলে শুরুতে কিছু পরিবর্তন হতে পারে। সম্ভবত ইচে, আইবর এবং সাবিথ প্রথম একাদশে ঢুকছেন। |
পুরনো খবর: জয়ের মাঝেও করিমের কাঁটা উইং হাফ |
|
|
|
|
|