টুকরো খবর |
মোর্চাকে আলোচনার পরামর্শ গৌতমের
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
দার্জিলিং পাহাড়ের নানা সমস্যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার জন্য গোর্খা জনমুক্তি মোর্চাকেই উদ্যোগী হওয়ার পরামর্শ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার দার্জিলিঙে সারদা-কান্ডে ক্ষতিগ্রস্তদের হাতে চেক বিলি করতে গিয়ে এ কথা জানান তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “আমরা গোড়া থেকেই বলছি, যে কোনও সমস্যা আলোচনার টেবিলে মেটাতে হবে। গোলমাল পাকিয়ে, অস্থিরতা তৈরি করে সমস্যার সমাধান হয় না। কাজেই আলোচনার জন্য মোর্চাকেউ উদ্যোগী হতে হবে। যে কেউ আলোচনার প্রস্তাব দিলে রাজ্য খোলামনেই তা বিবেচনা করবে।” মোর্চা সূত্রের খবর, পাহাড়ে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ওই পরামর্শ পাওয়ার পরে কী ভাবে রাজ্যের কাছে সরকারি ভাবে বার্তা পাঠানো যায় তা নিয়ে মোর্চার অন্দরে আলোচনা শুরু হয়েছে। তবে মোর্চার প্রচার সচিব হরকাবাহদুর ছেত্রী বলেছেন, “এখনই এ ব্যাপারে বলার মতো কিছু নেই। দলের সভাপতি আমাদের নির্দেশ দিলে সেই মতো পদক্ষেপ করা হবে।” এদিন মন্ত্রী দার্জিলিং সদরে ২০১ জন ও কালিম্পঙে ৬৯ জন ক্ষতিগ্রস্তের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেন। তিনি জানান, প্রথম পর্যায়ে দার্জিলিঙে ১০৪২ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আজ, বুধবার শিলিগুড়িতে সারদা-কান্ডে ক্ষতিগ্রস্তদের হাতে চেক বিলি হবে। প্রসঙ্গত, ওই বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে উত্তরবঙ্গের লক্ষাধিক মানুষ প্রতারিত হয়েছেন।
|
র্যাগিংয়ে অভিযুক্ত দুই ছাত্রকে তলব
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
র্যাগিঙে অভিযুক্ত দুই ছাত্রকে ডেকে পাঠাল জলপাইগুড়ি ফার্মেসি কলেজ কর্তৃপক্ষ। আগামী ৯ নভেম্বর কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির প্রতিনিধিদের সামনে দুই ছাত্রকে উপস্থিত হতে হবে বলে জানানো হয়েছে। গত ৩ অক্টোবর কলেজ লাগোয়া হাসপাতাল পাড়ার একটি মেসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে র্যাগিঙের অভিযোগ ওঠে। পাশের মেসে থাকা ওই কলেজেরই দুই ছাত্রই তাকে র্যাগিং করে বলে অভিযোগ। নিগৃহীত ছাত্রের তরফে গত রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হওয়ার পরে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর দিনই অভিযুক্ত ছাত্রেরা জলপাইগুড়ি ছেড়ে কলকাতা লাগোয়া এলাকায় তাঁদের বাড়ি ফিরে যায়। পুলিশ প্রশাসনের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকেও র্যাগিঙের অভিযোগ জানায় ছাত্রটি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরাঙ্গ দাস এদিন বলেন, “আগামী ৯ নভেম্বর কলেজে ডেকে পাঠানো হয়েছে, অভিযুক্ত ছাত্রদের ডেকে পাঠিয়েছি। ওদের বক্তব্য সন্তোষজনক না হলে কঠোর পদক্ষেপ করা হবে।” কলেজ সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যে দুই অভিযুক্ত ছাত্রের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে। জেলা পুলিশ সূত্রে অবশ্য অভিযুক্ত ছাত্রদের বাড়ি যে এলাকায়, সেই এলাকার থানায় জানানো হয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ছাত্রদের বাড়িতে যোগাযোগের চেষ্টা হচ্ছে। প্রয়োজনে অভিযুক্তদের ধরতে পুলিশের দল পাঠানো হবে।”
পুরনো খবর: মেসের ঘরে র্যাগিং, ফেরার অভিযুক্তেরা |
দমকলের ইঞ্জিন ভাঙচুর হাসিমারায়
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
খবর দেওয়ার প্রায় ঘণ্টাখানেক দেরিতে আসার অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় একটি দমকলের ইঞ্জিনে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে ডুয়ার্সের হাসিমারায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাংশ এলাকাবাসী দমকলের ইঞ্জিনের কাঁচ ভেঙে দেয়। এদিন বিকেল পাঁচটা নাগাদ হাসিমারা রেল গেটের কাছে বন্ধ থাকা একটি দোকানে আগুন লেগে যায়। বাসিন্দাদের অভিযোগ খবর দেওয়ার প্রায় ঘণ্টাখানেক পরে দমকলের ইঞ্জিন পৌঁছোয়। দমকল সূত্রে জানানো হয়েছে, রাস্তায় যানজট থাকায় পৌঁছতে দেরি হয়ে যায়।
|
স্ত্রীকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরার হাঁসখোয়া চা বাগান এলাকায়। পুলিশ জানায় ধৃতের নাম নির্দোষ টপ্পো। বাড়ি বান্দিজোত এলাকায়। অভিযোগ ছুরি নিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, অবৈধ সম্পর্ক রাখা নিয়েই বিবাদের সূত্রপাত হয়।
|
বোনাসের দাবি
নিজস্ব সংবাদদাতা • বানারহাট |
বোনাসের দাবিতে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা দুই ঘণ্টা বিক্ষোভ দেখান ডুয়ার্সে বানারহাট থানার তোতাপাড়া চা বাগানের শ্রমিকরা। গত মাসে কলকাতায় দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে ২০ শতাংশ বোনাসের সিদ্ধান্ত হয়। বাগান কর্তৃপক্ষ দুটি কিস্তিতে ১৫ শতাংশের বেশি বোনাস দিতে পারবে না বলে ঘোষণা করে দেন। মঙ্গলবার শ্রমিকরা ম্যানেজার অফিস ঘিরে রেখে বিক্ষোভ দেখান। আজ, সহকারী শ্রম আধিকারিক দফতরে তোতাপাড়া বাগানের বোনাস সংক্রান্ত বৈঠক হবে।
|
ডিএম’কে আবেদন
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
বোনাসের দাবিতে হিলা চা বাগানের শ্রমিকরা জেলাশাসকের দ্বারস্থ হলেন। রাজ্য সরকারের চা উন্নয়ন নিগমের হিলা চা বাগানে এখনও বোনাস হয়নি বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। বাগানের ডান-বাম সব দলের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। জেলাশাসক পৃথা সরকার বলেন, “হিলা বাগানের বোনাস দিতে চা উন্নয়ন নিগম প্রক্রিয়া শুরু করে দিয়েছে। দ্রুত বোনাস মিলবে বলে আশা করছি।”
|
স্মারকলিপি |
পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমুলক আচরণের অভিযোগ তুলে মহকুমা শাসকের দ্বারস্থ হল বামেরা। মঙ্গলবার মহকুমা শাসককে বামফ্রন্টের তরফে স্মারকলিপি দেওয়া হয়। বাম নেতাদের অভিযোগ, গত ২৬ সেপটেম্বর আলিপুরদুয়ার জংশনে শ্যামাপ্রসাদ বিদ্যামন্দির বালক বিভাগে পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূল আলিপুরদুয়ারের মহকুমাশাসক নিখিল নির্মল বলেন, “পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হবে।”
|
থিমের পুজো |
শেয়ার বাজারের অবস্থা ভাল না। কমছে টাকার দামও। রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি। এই অবস্থার অবসান কামনায় পুজোয় মেতেছে আলিপুরদুয়ারের রূপায়ন সঙ্ঘ। ২৯ বছরে এ পুজোয় এবারের থিম ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে’। পুজো উদ্যোক্তা চিন্ময় ভট্টাচার্য জানান, মানুষ এখন অর্থনৈতিক চাপে জেরবার। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে পেট্রোল-ডিজেল, আনাজপাতি, সবকিছুর দাম বাড়ছে। বাজারে কেনাকেটা করতে গিয়ে মানুষকে হিমসিম খেতে হচ্ছে। এর পরিবর্তন হোক। আলিপুরদুয়ার জংশনের শিল্পীরা কাপড় থার্মকল, বাঁশের তৈরি কুলো দিয়ে অর্ধেক চাঁদের মত দেখতে কাঠামো তৈরি করেছেন। সামনে থাকছে বড় গাছ কৌটা। থাকবে ধানের গোলা। তার মধ্যে দিয়ে মূল মন্ডপের প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। চিন্ময়বাবু জানান, অষ্টমী থেকে নবমী পর্যন্ত দর্শনার্থীদের খিচুড়ি ও জল খাওয়ানো হবে। |
|