|
|
|
|
মেসের ঘরে র্যাগিং, ফেরার অভিযুক্তেরা |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
মেসে সহপাঠীকে সিগারেটের ছেঁকা দেওয়া, হিন্দি গানের তালে নগ্ন নাচতে বাধ্য করার অভিযোগ উঠল জলপাইগুড়ি ফার্মেসি কলেজের দুই ছাত্রের বিরুদ্ধে। গত রবিবার কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে জেলা পুলিশ। অন্য দিকে, কলেজ কর্তৃপক্ষও অভিযোগ খতিয়ে দেখতে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেছেন, “অভিযোগ পেয়েছি। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজা হচ্ছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলেজ লাগোয়া হাসপাতাল পাড়ার একটি মেসে র্যাগিং হয়েছে বলে অভিযোগ। পাশের মেস থেকে রাতেএসে কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে নির্যাতন চালানোর অভিযোগ ওঠে কলেজের দুই ছাত্রের নামে। অভিযোগ, হাসপাতাল পাড়ার ওই মেসে রাতের বেলায় ঢুকে ওই ছাত্রকে গত সপ্তাহের ৩ দিন খাবার আনতে বাধ্য করা হয়। প্রতিবাদ করলে ওই ছাত্রকে প্রথমে সিগারেটের ছেঁকা দেওয়া হয় এবং তার পরে মোবাইলে হিন্দি গান চালিয়ে নগ্ন করে নাচতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ছাত্রের নগ্ন নাচের ছবিও মোবাইলে তুলে রাখা হয়েছে। গত সপ্তাহে কয়েক দিন হাসপাতাল বাড়ির মেসে গভীর রাত পর্যন্ত আলো দেখা গিয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। পুলিশ জানায়, বারাসতের বাসিন্দা ওই ছাত্র ঘটনার পরেই বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে ঘটনার কথা বলার পরে গত রবিবার তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে জলপাইগুড়িতে এসে অভিযোগ দায়ের করেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরাঙ্গ দাস বলেন, “কী পদক্ষেপ করা হবে জানতে অভিযোগ পত্র উপাচার্যের কাছে পাঠানো হয়।”
যদিও কলকাতা লাগোয়া একটি এলাকার বাসিন্দা অভিযুক্ত ছাত্রেরা দাবি করেছেন, ওই ছাত্রের মেসে তাঁরা কোনও দিন যাননি। এক ছাত্রের পাল্টা অভিযোগ, গত ২ অক্টোবর ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরেই তাঁদের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে। পুজোর ছুটির কারণে কলেজের বেশির ভাগ ছাত্র -ছাত্রীরার বাড়ি ফিরে গিয়েছে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। তবে অভিযুক্ত ওই ছাত্রদের খুঁজতে তাঁদের বাড়িতে দল পাঠানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। |
|
|
|
|
|