ঠিক সময়ে ছুটি না-নিয়ে বাংলার চিন্তা বাড়াল বর্ষা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঠিক সময়ে এসেছিল। কিন্তু নির্ঘণ্ট মেনে বিদায় নিল না বর্ষা! বরং উৎসবের বাংলায় চিন্তা বাড়িয়ে দক্ষিণবঙ্গে সে আরও দিন সাতেক গ্যাঁট হয়ে বসে থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। বর্ষা একা নয়। তার দোসর নিম্নচাপ।
আবহবিজ্ঞানীরা জানান, বর্ষার ক্যালেন্ডার অনুযায়ী ৮ অক্টোবর অর্থাৎ মঙ্গলবারেই বর্ষার বিদায় নেওয়ার কথা ছিল। তা হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের এক বিজ্ঞানী জানান, দক্ষিণবঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। পুজোর আগে বর্ষার বিদায় নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।
হাওয়া অফিস সূত্রের খবর, নবমী থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পিছনে রয়েছে আন্দামান সাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এ দিন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, বুধবার তা শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে।
চলতি মরসুমে নিম্নচাপের পর নিম্নচাপ এবং তাদের সঙ্গী ঘূর্ণাবর্তের দাক্ষিণ্যে বর্ষা দরাজ ছিল পশ্চিমবঙ্গে। নতুন গভীর নিম্নচাপ বা সম্ভাব্য ঘূর্ণাবর্ত বাংলায় কেমন প্রভাব ফেলতে পারে? আবহবিদেরা জানান, আপাতত গভীর নিম্নচাপটির অভিমুখ ওড়িশা-অন্ধ্র উপকূলের দিকে রয়েছে। কিন্তু তার পরোক্ষ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায়।
|