টুকরো খবর
শীর্ষে পশ্চিম
যুব সংসদ প্রতিযোগিতায় বর্ধমান ডিভিশনে শীর্ষ স্থান দখল করল পশ্চিম মেদিনীপুর। ডিভিশনের অন্তর্গত ৮টি জেলার স্কুল এতে যোগ দেয়। শীর্ষ স্থান দখল করেছে চন্দ্রকোনা রোড সারদাময়ী হাইস্কুল। সোমবার হুগলির চুঁচুড়ায় এই প্রতিযোগিতা হয়। যুব সংসদের রাজ্যের মনোনীত প্রতিনিধি মধুসূদন গাঁতাইত বলেন, “আমাদের জেলার এমন ফলাফল এই প্রথম। ফলে, সকলেই উচ্ছ্বসিত।”

শিশুশ্রমিক উদ্ধারে অভিযান
পুজোর আগেই শিশুশ্রম বিরোধী বিশেষ অভিযানে হাত দিল রাজ্য সরকার। শ্রম দফতরের কোর কমিটির তত্ত্বাবধানে কলকাতায় ওই অভিযান শুরু হয়েছে। পুজোর পরে তা হওয়ার কথা অন্যত্রও। শ্রম দফতরের অধীন কলকাতা ইএল অ্যান্ড এমডব্লিউ শাখা থেকে ডেপুটি শ্রম কমিশনার সুমিতা মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং অ্যাসিস্ট্যান্ট শ্রম কমিশনার বিতান দে-র নেতৃত্বে ওই বিশেষ অভিযানের দলটি ট্যাংরা ও সিঁথির মোড় থেকে চার জন শিশু শ্রমিককে উদ্ধার করেছে। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর বক্তব্য, “একটি স্বেচ্ছাসেবী সংস্থা সরকারের সঙ্গে সহযোগিতা করছে। শিশুগুলিকে উদ্ধার করে হোমে পাঠানো হয়। যদি দেখা যায় তাদের দিয়ে আর কাজ না করিয়ে তাদের পরিজনেরা সরকারি সহায়তায় ওদের পড়াশোনা করাতে রাজি, তা হলে শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।” এ বারের অভিযানে দু’টি ক্ষেত্রে জরিমানা আদায় হয়েছে। যারা জরিমানা দিচ্ছে না, তাদের বিরুদ্ধে শ্রম দফতরের পাশাপাশি পুলিশও ব্যবস্থা নিচ্ছে।

পুজোর স্টলেও এ বার মোদী
শারদোৎসবের অঙ্গনেও এ বার নরেন্দ্র মোদী! গুজরাতের মুখ্যমন্ত্রী তথা দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জীবনের নানা আঙ্গিক নিয়ে এই প্রথম বাংলায় বই নিয়ে এল বিজেপি এবং সঙ্ঘ পরিবার। পুজো মণ্ডপে বিজেপি-র বইয়ের স্টলে এ বার ওই পুস্তিকাই মূল আকর্ষণ। ‘জিতবে ভারত’ শীর্ষক ওই বইটি মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছেন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। মোদী সম্পর্কে বিভিন্ন স্তরের মানুষের নিবন্ধের পাশাপাশি বইয়ে এ রাজ্য বিজেপি সংগঠনের সাধারণ সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায়ের লেখাও রয়েছে।

খাদ্য নিয়ে
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজ্য স্তরে স্কুলপড়ুয়াদের মধ্যে পোস্টার প্রতিযোগিতার আয়োজন করছে তৃণমূল সরকার। শ্রেষ্ঠ পাঁচ প্রতিযোগীকে এক বছরের পড়ার খরচ দেবে রাজ্যের খাদ্য দফতর। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মঙ্গলবার জানান, ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। এ বার রাষ্ট্রপুঞ্জের থিম ‘খাদ্য নিরাপত্তা ও পুষ্টি’। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর থিম ‘সবার জন্য খাদ্য’। এই দুই বিষয়েই পোস্টার তৈরির প্রতিযোগিতা হবে পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের মধ্যে। এ ছাড়াও জেলা স্তরে প্রতিযোগিতার আয়োজন করবেন জেলাশাসকেরা। ওই স্তরেও প্রথম পাঁচ প্রতিযোগী পুরস্কৃত হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.