টুকরো খবর
তেহট্টের বিতর্কিত জমিতে উদ্যান তৈরির উদ্যোগ
তেহট্টের হাউলিয়া মোড়ের বিতর্কিত জমিতে মৈত্রী উদ্যান তৈরির সিদ্ধান্ত নিল নদিয়া জেলা প্রশাসন। সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পের অধীনে প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ওই উদ্যান গড়া হবে। উদ্যানের ভিতর শিশুদের জন্য খেলার সরঞ্জামের পাশাপাশি থাকবে বড়দের বসার জায়গা। উদ্যানের দুই স্তম্ভে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের গান-কবিতার লাইন লেখা থাকবে। উদ্যানটি তৈরি ও দেখভালের জন্য তেহট্টের মহকুমা শাসককে চেয়ারম্যান করে গড়া হয়েছে একটি কমিটি। সদস্য হিসেবে থাকবেন তেহট্টের আইসি, তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তেহট্ট পঞ্চায়েতের প্রধান। এ ছাড়াও এলাকাবাসীদের মধ্যে থেকে ৪ জন থাকবেন ওই কমিটিতে। জেলা শাসক পিবি সালিম বলেন, “এলাকার দু’পক্ষ ওই জমি ব্যবহার করতে চেয়েছিল। আমরা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সহমতের ভিত্তিতে উদ্যান নির্মানের সিদ্ধান্ত নিয়েছি।” বিতর্কিত ওই জমির পরিমান ৪ কাঠা। সামনের একটি নয়ানজুলি বুজিয়ে আরও এক কাঠা জমি মিলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গত বছর ওই জমির দখল নিয়ে রাস্তা অবরোধ করে এক পক্ষ। পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ গুলি চালায়। মৃত্যু হয় অশোক সেন নামে এক স্থানীয় বাসিন্দার। ঘটনার মাস তিনেক পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেহট্টে গিয়ে মৃতের পরিবারের একজনকে পুলিশে চাকরি ও ২ লক্ষ টাকা অর্থ সাহায্য করেন।

শিশুকে যৌন নির্যাতনের নালিশ
তৃতীয় শ্রেণির এক ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানোর পাশাপাশি তার বাবাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী এক দোকানের বিরুদ্ধে। পুলিশ ও সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় অভিযুক্ত বাবু দাসের দোকানে চানাচুর কিনতে যায় ওই শিশুটি। অভিযোগ, বাবু দাস তাকে পাশে অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে অত্যাচার করে। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তার উপর অত্যাচারের কথা জানায় বাড়ির লোকজনকে। শিশুটির বাবার বক্তব্য, “মেয়ের উপর অত্যাচারের প্রতিবাদ করতে গেলে আমাকেও মারে বাবু শেখ। রাতেই শান্তিপুর থানায় অভিযোগ করেছি।” পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

বিক্ষোভ গ্রামবাসীর
সরকারি জমি বেআইনিভাবে এক ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার দুপুরে চাপড়া ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভ দেখাল একদল গ্রামবাসী। বিক্ষোভকারী সুরজিত্‌ ঘোষ বলেন, “আমরা ওই জমিতে দীর্ঘদিন ধরে চাষ করে আসছি। আমাদের পাট্টা না দিয়ে বেআইনিভাবে ওই জমি একজনের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। চাপড়ার এলেমনগর, মাজদিয়া, মালমগাছা এলাকায় প্রায় তিন একর জমি এ ভাবে ওই ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।” অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) দেবাশিস সরকার বলেন, “হাইকোর্টের নির্দেশে সবকিছু করা হয়েছে।”

গ্রেফতার আরও ৩
স্কুল ভোটকে ঘিরে গণ্ডগোলে সিপিএম কর্মী খুনের ঘটনায় পুলিশ আরও তিন জনকে গ্রেফতার করল। সোমবার রাতে চাপড়ার বেতবেড়িয়া গ্রামের বাসিন্দা জব্বর শেখ, জুলফিকর মণ্ডল ও আব্দুল খালেক হালসানাকে পাকড়াও করে পুলিশ। রবিবার বেতবেড়িয়া হাই স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে গোলমাল বাধে। ভোট শেষে আসাদুল শেখ (৩০) নামে এক যুবকের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। মৃতের দাদা রমজান শেখ সিপিএমের হয়ে ভোটে লড়েছিলেন। নিহতের পরিবারের দাবি, দুর্বৃত্তরা তৃণমূলের কর্মী।

পুরনো খবর:
দুর্ঘটনায় জখম ২
ট্রাকের ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দু’জন। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ বড়ঞার হলদিয়া-ফরাক্কা বাদশাহি সড়কের এই দুর্ঘটনায় জখমরা হলেন লিটন শেখ ও সাকিল শেখ। তাঁরা সাটাতারা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন মোটরবাইকে চেপে ওই দুই যুবক বড়ঞা থেকে সাটাতারা যাচ্ছিলেন। উল্টো দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের। স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। প্রাথমিক চিকিত্‌সার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।”

কল্যাণীতে প্রশিক্ষণ শিবিরে মৎস্যমন্ত্রী
মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মানসম্পন্ন চারা তৈরির উপর জোর দিতে হবে। চারা উৎপাদনকারী সংস্থাগুলিকে ‘সার্টিফাই’ করা হবে। নদিয়ার কল্যাণীতে মৎস্য দফতর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে মঙ্গলবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এ কথা জানান। দু’দিনের ওই কর্মশালায় এ দিন মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন মৎস্য দফতরের অধিকর্তা ভরতচন্দ্র সাহা, উপ অধিকর্তা এসভি আলভি সহ অনেকে। বিভিন্ন জেলার কয়েকশো কর্মশালায় মৎস্যচাষি যোগ দেন।

ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভ
সরকারি জমি বেআইনিভাবে এক ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার চাপড়া ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভ দেখান একদল গ্রামবাসী। বিক্ষোভকারী সুরজিৎ ঘোষ বলেন, “আমরা ওই জমিতে দীর্ঘদিন ধরে চাষ করছি। আমাদের পাট্টা না দিয়ে বেআইনিভাবে ওই জমি একজনের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। চাপড়ার এলেমনগর, মাজদিয়া, মালমগাছা এলাকায় প্রায় তিন একর জমি এ ভাবে ওই ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.