অনুপ্রবেশে পাক সেনার মদত, দাবি ভারতীয় সেনার
দু’সপ্তাহ পরে অবশেষে মিটল সেনা অভিযান। কাশ্মীরের কেরন সেক্টরকে জঙ্গিমুক্ত করল ভারতীয় সেনাবাহিনী। এবং ভারতীয় সেনাপ্রধান বিক্রম সিংহ নিজে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, এই জঙ্গি অনুপ্রবেশের পিছনে পাক সেনাবাহিনীর ভূমিকা ছিল এবং তার প্রমাণও তাঁদের কাছে আছে।
কেরন-এর অপারেশনই সাম্প্রতিক কালে ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘতম অভিযান। গত কয়েক দিনে কেরন থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে শুধু একে-৪৭ই রয়েছে ২৩টি। উদ্ধার করা হয়েছে আট সন্ত্রাসবাদীর দেহও। অভিযান সংঘর্ষ শেষ হওয়ার পরই মঙ্গলবার শ্রীনগরে সাংবাদিক বৈঠক সেনাপ্রধান বিক্রম সিংহ বলেন, “কেরনের জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীর হাত আছে। আমাদের কাছে তার প্রমাণও আছে। আমাদের আশঙ্কা, শীতের আগে তারা আরও বেশ কিছু জঙ্গিকে সীমান্ত পার করানোর চেষ্টা করবে।”
এর আগে পাক হাইকমিশনার সলমন বশির জঙ্গি অনুপ্রবেশে পাক মদতের অভিযোগ অস্বীকার করেছিলেন। এ বার বিক্রম সিংহ সরাসরি সাক্ষ্যপ্রমাণের কথা তোলার পর পাকিস্তান কী বলবে, সে দিকে তাকিয়ে রয়েছে দিল্লি।

কেরন সেক্টরে তখনও চলছে সেনা অভিযান। মঙ্গলবার পিটিআইয়ের ছবি।
লেফটেন্যান্ট জেনারেল সঞ্জীব চাচড়াও এ দিন জানান, পাক সেনাবাহিনীর সাহায্য ছাড়া এই ধরনের অনুপ্রবেশ কখনওই সম্ভব ছিল না। তিনি বলেন, “এলাকায় তল্লাশি অভিযান সম্পূর্ণ হয়েছে। এর পর থেকে এই ধরনের ঘটনার মোকাবিলার জন্য তৈরি থাকছি ।”
গত ২৪ সেপ্টেম্বর কেরনের শালবাতো গ্রামে ৩০ জনেরও বেশি জঙ্গির একটি দল ঘাঁটি গেড়ে থাকার খবরে চাঞ্চল্য ছড়ায়। কার্গিল লড়াইয়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কি না তা নিয়ে জল্পনাও তৈরি হয়। তখন সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছিলেন সেনাপ্রধান বিক্রম সিংহ।
তবে আজকের বৈঠকে সেনাপ্রধান জানান, ১৯৯৯ সালের কার্গিল সংঘর্ষের পর ২০১৩-তেই এত বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটল। জঙ্গিদের সঙ্গে ২০ থেকে ৩০ দিন চালানোর মতো খাবার ও রসদ ছিল। শালবাতো-সহ কেরনের দুর্গম ভৌগোলিক অবস্থান যে জঙ্গিদের সুবিধা করে দিয়েছে তা মেনে নিয়েছেন তিনি। সঞ্জীব চাচড়াও বলছিলেন, কেরনে জঙ্গি অনুপ্রবেশ ঘটানো পাকিস্তানের পক্ষে বরাবরই সুবিধাজনক। কারণ, ওই এলাকায় অসংখ্য নালা ও পাহাড়ের খাঁজ রয়েছে। ফলে, কাঁটাতারের কড়াকড়ি কম। জঙ্গিদের পক্ষে ঢোকা ও লুকিয়ে থাকাও সুবিধাজনক।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.