আধার কার্ড বাধ্যতামূলক করার বিরুদ্ধে অন্তর্বর্তী রায়কে আজ বদলাতে রাজি হল না সুপ্রিম কোর্ট। ফলে, গ্যাস সিলিন্ডারে ভর্তুকি-সহ বিভিন্ন সুযোগসুবিধা দেওয়ার ক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশই আপাতত বহাল রইল। আধার কার্ড বাধ্যতামূলক করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন প্রাক্তন বিচারপতি কে এস পুট্টাস্বামী-সহ কয়েক জন। ২৩ সেপ্টেম্বর সেই মামলার অন্তর্বর্তী রায়ে শীর্ষ আদালত জানায়, আধার কার্ড বাধ্যতামূলক নয়। ওই কার্ড নেই বলে নাগরিকদের সরকারি সুযোগসুবিধা থেকে বঞ্চিতও করা যাবে না।
রান্নার গ্যাসে ভর্তুকি-সহ বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আধারকেই ভিত্তি করে এগোনোর পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র। আদেশ কিছুটা পরিবর্তনের জন্য কেন্দ্রের তরফে আর্জি জানানো হয়। সেই আর্জিরই শুনানি ছিল আজ।
পরিস্থিতির গুরুত্ব বুঝে আজ বিচারপতি বি এস চহ্বাণ ও বিচারপতি এস এ বোবদের এজলাসে হাজির ছিলেন অ্যাটর্নি জেনারেল জি ই বাহনবতী, সলিসিটর জেনারেল মোহন পরাশরন-সহ সরকারের প্রায় সব শীর্ষ কৌঁসুলিই। বাহনবতী তাঁর সওয়ালে বলেন, “ভর্তুকি যাতে সঠিক ব্যক্তির হাতে পৌঁছয় তা স্থির করার একমাত্র উপযুক্ত ব্যবস্থা হল আধার। অন্তর্বর্তী রায়ের ফলে যে ৯৭টি জেলায় গ্যাসে ভর্তুকি দেওয়া শুরু হয়েছে সেখানে কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।” বিচারপতিরা জানিয়েছেন, তাঁরা আগে পুট্টাস্বামী-সহ আবেদনকারীদের বক্তব্য শুনতে চান। আধার কার্ডের আইনি ভিত্তিকেই চ্যালেঞ্জকে করেছেন অনেকে। তাঁদের বক্তব্যও শুনতে হবে। দশেরার ছুটির পরে ফের এই মামলার শুনানি হবে।
কিন্তু, সুপ্রিম কোর্টের এই অবস্থান সত্ত্বেও আধার কার্ডের ভিত্তিতে সুযোগসুবিধা দেওয়ার কাজ থেমে নেই। ইতিমধ্যে মিজোরামে আধার কার্ড বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী লাল থানহাওলার সরকার। |