আডবাণী এখনও আশা ছাড়ছেন না
রেন্দ্র মোদীকে নিয়ে এত ঢাকঢোলের মধ্যেও আশা ছাড়ছেন না লালকৃষ্ণ আডবাণী। কংগ্রেস যখন মোদীকে ঘিরে বিজেপি নেতৃত্বের মধ্যে মতভেদ উস্কে দিতে চাইছে, সেই সময় নিজের ‘ধর্মনিরপেক্ষ’ ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করতে আসরে নেমে পড়লেন বিজেপি নেতা আডবাণী।
দল মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার পর থেকে আডবাণী যে ক’টি ব্লগ লিখেছেন, তাতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মোদীর তারিফই করেছেন তিনি। কিন্তু আজ তিনি নতুন একটি ব্লগ লিখেছেন। তাতে মোদীর নাম উল্লেখ করে তিনি কিছু লেখেননি বটে, কিন্তু সম্প্রতি ভোপালে সভা আয়োজনের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের দারুন প্রশংসা করেছেন। এ ছাড়া আদবাণীর এই ব্লগের সিংহ ভাগ জুড়ে রয়েছে নিজের রথযাত্রার প্রসঙ্গ। আডবাণী বোঝাতে চেয়েছেন, এই যাত্রার উদ্দেশ্যই ছিল প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও ছদ্ম ধর্মনিরপেক্ষতার বিতর্কটি সামনে আনা। সেই সঙ্গে সাংস্কৃতিক জাতীয়তাবাদকে জোরদার করা।
নরেন্দ্র মোদী যতই বিকাশপুরুষ হয়ে ওঠার চেষ্টা করুন, তাঁর বিরোধীরা এখনও গুজরাত দাঙ্গার প্রসঙ্গ তুলে তাঁকে ‘সাম্প্রদায়িক’ অ্যাখ্যা দেন। তবে মোদী যে জনপ্রিয় নেতা হয়ে উঠছেন, সে কথা কবুল করেছেন মনমোহন মন্ত্রিসভার অর্থমন্ত্রী খোদ পি চিদম্বরম। গত কাল একটি বিদেশি সংবাদ সংস্থার কাছে সাক্ষাৎকারে চিদম্বরম বলেছেন, মোদী জনপ্রিয় হচ্ছেন। কিন্তু বিজেপি নেতাদের মধ্যেই তিনি গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেননি। এই মন্তব্য করে চিদম্বরম আসলে মোদীকে ঘিরে আডবাণীদের বিরোধের বিষয়টিই উস্কে দিতে চেয়েছেন। তিনি বলেছেন, মোদী আদৌ অটলবিহারী বাজপেয়ী বা আডবাণীর উচ্চতার নেতা নন। কিন্তু সেই বাজপেয়ীও ২০০৪-এ সরকারে আসতে পারেননি, ২০০৯-এ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া সত্ত্বেও জিততে পারেননি আডবাণী। মোদীরও কোনও সুযোগ নেই। এই পরিস্থিতিতে আডবাণীর আজকের ব্লগটি তাৎপর্যপূর্ণ। তিনি কোথাও মোদীর নাম নেননি বটে, কিন্তু এক দিকে শিবরাজের প্রশস্তি করে, আর অন্য দিকে ধর্মনিরপেক্ষ গরিমার কথা তুলে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করে রাখলেন। বিজেপির কিছু নেতার বক্তব্য, আডবাণী এখনও মনে করেন, ভোটের পর এনডিএ-র বিস্তারের ক্ষেত্রে তাঁর প্রাসঙ্গিতকতা বাড়বেই। তাই মোদীর নিরিখে নিজেকে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরার কৌশল নিয়েছেন আডবাণী।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.