|
|
|
|
দিল্লিতে বাম-সভায় থাকবে নীতীশের দল
স্বপন সরকার • পটনা |
দিল্লিতে সিপিএমের ডাকে আগামী ৩০ অক্টোবর ধর্মনিরপেক্ষ দলগুলির সভায় যোগ দেবে নীতীশ কুমারের দল, জেডিইউ। সিপিএমের তরফে নীতীশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি এ ব্যাপারে তাঁর সম্মতি জানিয়েছেন। তবে তৃতীয় ফ্রন্টের ব্যাপারে নীতীশের অভিমত, এখনও এই নিয়ে কথা বলার মতো সময় আসেনি।
সিপিএম অবশ্য এ বার তৃতীয় ফ্রন্ট তৈরিতে আদৌ আগ্রহী নয়। আগের অভিজ্ঞতার ভিত্তিতে গত পার্টি কংগ্রেসে সিপিএম সিদ্ধান্ত নিয়েছিল, তৃতীয় ফ্রন্ট তৈরিতে দল সামিল হবে না। সিপিএম মনে করছে,
প্রথমত, আঞ্চলিক দলগুলির চরিত্র ক্রমশ বদলে যাচ্ছে। তাদের নীতি নেই। কেবল আসন ভাগাভাগির জন্য এই দলগুলির সঙ্গে সমঝোতা করা যাবে না।
দ্বিতীয়ত, এই দলগুলির লক্ষ্য নিজেদের আসন বাড়িয়ে প্রধানমন্ত্রী পদের দাবিদার হওয়া।
তৃতীয়ত, এরা বামপন্থীদের প্রস্তাব যৎসামান্যই মেনে নেয়। ফলে দলের নীতি তাতে লঘু হয়ে যায়। দলের যুক্তি, সেই কারণেই একই সঙ্গে কংগ্রেস এবং বিজেপি, বিরোধী ফ্রন্ট গড়ে তোলা সম্ভব না। সিপিএমের মতে, ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ফ্রন্ট গড়ে তোলা যায়। এই কর্মসূচি মেনে যারা আসবে তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা সম্ভব।
এ দিকে, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে আসন্ন লোকসভা ভোটে নীতীশের দল বিজেপি-বিরোধী অবস্থান নেওয়ায় কংগ্রেসের কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। দলের নেতারা ইতিমধ্যেই জনমত তৈরির লক্ষ্যে এর সপক্ষে মুখ খুলতে শুরু করেছেন। যদিও নীতীশ কুমার এই ব্যাপারে মন্তব্য করেননি। সিপিএমের ডাকা ওই সভায় যোগ দেওয়া নিয়ে নীতীশ কুমার বুঝিয়ে দিলেন, তিনি ধর্মনিরপেক্ষতার পক্ষে। যার ডাকেই এই সভা হোক তাতে নীতীশের কোনও আপত্তি নেই। নীতীশ বলেন, “ওই সভায় আমরা যোগ দেব। আমাদের তরফে কে যাবেন তা এখনও ঠিক হয়নি।” বাম সূত্রের ইঙ্গিত, নীতীশ কুমারও তৃতীয় ফ্রন্ট গড়া নিয়ে খুব একটা উৎসাহী নয়। বরং মোদীকে ঠেকাতে ধর্মনিরপেক্ষ দলগুলির জোটবদ্ধ হওয়ার ব্যাপারে নীতীশ বেশি আগ্রহী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধর্মনিরপেক্ষ সভায় যোগ দেওয়ার কৌশল হিসেবে নীতীশের লক্ষ্য রাজ্যের ১৬ শতাংশ সংখালঘু ভোট। তাই তিনি বিজেপির সঙ্গও ত্যাগ করেছেন। এ নিয়ে সিপিএমের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হান্নান মোল্লা বলেন, “আমি শুনেছি তিনি আসবেন। আঞ্চলিক দলগুলিকে এই সভায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।” |
|
|
|
|
|