বিনিয়োগের টাকা ফেরত চেয়ে এত দিন চলছিল বিক্ষোভ। চলছিল কমিশনের কাছে একটানা দরবার। সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তত কিছু লোককে টাকা ফেরত দিতে এখন ব্যাঙ্ক-চেক তৈরি। কিন্তু সন্ধান মিলছে না সংশ্লিষ্ট আমানতকারীদের। খাস কলকাতাতেই অন্তত দেড় হাজার প্রাপকের খোঁজ মিলছে না। তাঁদের খুঁজতে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হতে হচ্ছে কলকাতা পুরসভাকে।
মহানগরের আমানতকারীদের চেক ফেরত দেওয়ার দায়িত্ব বর্তেছে পুরসভার উপরেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পুজোর আগে অর্থাৎ ১০ অক্টোবরের মধ্যেই আমানতকারীর হাতে টাকা ফেরতের চেক তুলে দিতে হবে। সেই নির্দেশ রূপায়ণ করতে হিমশিম অবস্থা পুরকর্তাদের। পুরসভা সূত্রের খবর, মোট ৩৮৮২ জন আমানতকারীর টাকা ফেরত দেওয়ার জন্য পুরসভায় চেক এসেছে। কিন্তু এর মধ্যে দেড় হাজারেরও বেশি আমানতকারীর কোনও হদিস পাওয়া যাচ্ছে না।
পুরসভার এক অফিসার বলেন, “চেক এসেছে। কমিশন থেকে প্রাপকদের তালিকাও পাঠানো হয়েছে। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য কোনও ফোন নম্বর দেওয়া হয়নি। কোনও কোনও ক্ষেত্রে নামের পাশে থাকা ঠিকানাও ভুল।” তিনি জানান, ওই সব আমানতকারীর খোঁজে পুলিশেরও সাহায্য নেওয়া হচ্ছে। পুরসভার অফিসারদের একাংশের প্রশ্ন, আমানতকারীর নামধাম যাচাই না-করে পুরসভায় এই সব চেক পাঠানো হল কেন?
সারদা কাণ্ডে গঠিত শ্যামলকুমার সেন কমিশনই ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছে। সেই সুপারিশের ভিত্তিতেই ৩০ সেপ্টেম্বর ৯২৯ জন আমানতকাকরীর হাতে ব্যাঙ্ক-চেক দিয়ে টাকা ফেরতের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সে-দিনই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, পুজোর আগে আরও এক লক্ষ আমানতকারীর হাতে চেক তুলে দেওয়া হবে। কলকাতায় তা বিলি করা হবে পুর প্রশাসনের মাধ্যমে। মফস্সলে জেলাশাসকদের সেই দায়িত্ব দেওয়া হবে। তখনই কমিশন জানিয়েছিল, এক লক্ষ প্রাপকের তালিকা তৈরি হয়ে গিয়েছে। বিশেষ তদন্ত কমিটি (সিট) সেই তালিকা যাচাই করেছে।
এক পুর অফিসার জানান, সম্প্রতি ৩৮৮২ জনের ব্যাঙ্ক-চেক পুরসভায় পাঠানো হয়েছে। সেই তালিকার ১৮০০ জনকে শনাক্ত করা গিয়েছে। বাকিদের সন্ধান এখনও মেলেনি। পুরসভা সূত্রের খবর, ৫ অক্টোবর প্রথম দফায় ৬৬২ জনকে শনাক্ত করে তাঁদের চেক দেওয়ার জন্য তৈরি ছিল পুর-প্রশাসন। কিন্তু উত্তম মঞ্চে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মাত্র ৩৮২ জন। আজ, বুধবার দ্বিতীয় দফায় পুরসভার বরো অফিস থেকে চেক দেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। |