পুজোর ভিড়ে এ বার নজর রাখবে অদৃশ্য চোখ!
এত দিন ভিড়ে ওয়াচ টাওয়ার বানিয়ে নজর রাখতেন পুলিশ কর্মীরা। তার সঙ্গে এ বার পুজোয় কলকাতা পুলিশ আনছে চালকবিহীন উড়ুক্কু যান। মঙ্গলবার ময়দানের পুলিশ অ্যাথলেটিক ক্লাবের তাঁবুতে এই নয়া যান উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার সুরজিত্ করপুরকায়স্থ।
পুলিশ কমিশনার জানান, দুই ফুট লম্বা ও দুই ফুট চওড়া ওই যানটি রিমোট দিয়ে চালানো যাবে। যানটিতে লাগানো রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। মাটি থেকে এই উড়ুক্কু যানটি প্রায় আড়াইশো মিটার উচ্চতা পর্যন্ত উড়তে পারবে। অস্থায়ী একটি কন্ট্রোল রুম অথবা বে স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা যাবে ওই যানের গতিবিধি। বে স্টেশনকে কেন্দ্র করে ২.৫ কিলোমিটার ব্যাসার্ধে ওই যানটি ঘুরপাক খাবে। বে স্টেশনটি অস্থায়ী হওয়ার কারণে তা বিভিন্ন সময় শহরের আলাদা আলাদা এলাকায় এই যানটি চালানো যাবে। এই যানটি গত ১৫ অগস্ট প্যারেডে দেখানো হয়েছিল।
পুলিশ জানায়, উড়ুক্কু যানটিতে লাগানো ক্যামেরা দিয়ে রাতেও ছবি তোলা সম্ভব হবে। কোন কোন অঞ্চলে যানজট হচ্ছে, বিসর্জনের দিন কোন ঘাটের পরিস্থিতি কী রকম - ওই যানের পাঠানো চিত্র দেখেই পুলিশকর্তারা তা সঙ্গে সঙ্গে জানতে পারবেন। তবে, ব্যাটারিচালিত ওই যানটি এক টানা দেড় থেকে দু’ঘণ্টার বেশি উড়তে পারবে না। তার পরই নামিয়ে আনতে হবে যানটিকে। নতুন ব্যাটারি ভরে ফের নজরদারিতে ছাড়তে হবে সেটিকে। এর পাশাপাশি, পুজোয় নজরদারি জোরদার করতে কলকাতা পুলিশকে ৮৪টি নতুন মোটরবাইক দেওয়া হচ্ছে। ওই বাইকগুলির উপরে ‘সিটি ওয়াচ’ লেখা প্ল্যাকার্ড থাকবে, যাতে সেগুলিকে সহজেই চিহ্নিত করা যায়।
দিল্লি ও মুম্বইয়ে ইতিমধ্যেই উড়ুক্কু যান দিয়ে নজরদারি শুরু হয়েছে। সিপি এ দিন জানান, ডিআরডিও-র কাছ থেকে কলকাতা পুলিশ প্রায় ৩৮ লক্ষ টাকা খরচ করে উড়ুক্কু যানটি কিনেছে। তবে, এই মুহূর্তে একটি উড়ুক্কু যান চালাবে কলকাতা পুলিশ। সিপি জানান, ঝিরঝিরে বৃষ্টি ওই যানের গতিবিধির উপর প্রভাব ফেলবে পারবে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, পুজোয় তেমন জোরালো বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কমিশনার এ দিন বলেন, “পুজোতে যানটি উদ্বোধন করা হলেও সারা বছর এটিকে চালু রাখার চেষ্টা করব। তাতে বিভিন্ন পরিস্থিতিতে ঘটনাস্থলে না থেকেও সিন্ধান্ত নেওয়া সম্ভব হবে।” |