নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বৈঠকে সমাধানসূত্র না মেলায় বন্ধই রইল এসার অয়েলের কাজ।
সোমবার কাঁকসার আকন্দারার কিছু বাসিন্দা রাস্তা কেটে বিক্ষোভ দেখান। গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় সংলগ্ন ৬টি পিটে কাজ বন্ধ হয়ে যায়। ওই বাসিন্দাদের অভিযোগ, পাট্টা পাওয়া জমির উপর দিয়ে দেড় বছর ধরে গাড়ি নিয়ে যাচ্ছেন এসার অয়েল কর্তৃপক্ষ। রাস্তাটি গিয়েছে ২৩ জনের ৫.৩২ একর জমির উপর দিয়ে। কিন্তু জমির কোনও দাম দেওয়া হয়নি। বাসিন্দাদের দাবি, উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়া সেই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিতে তাঁরা নারাজ।
সোমবার সকালে শ’খানেক গ্রামবাসী সেই রাস্তার দু’জায়গা কেটে দিয়ে পিটগুলির সঙ্গে প্রধান রাস্তার যোগাযোগ ছিন্ন করে দেন। বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়ে জানিয়ে দেন, প্রতিবাদের মাধ্যমে তাঁরা রাজ্য সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চান। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেন, কাজ বন্ধ করে কোনও আন্দোলন তাঁরা সমর্থন করেন না। আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার কথা বলেন তাঁরা।
মঙ্গলবার এই ধরনের পরিস্থিতির মোকাবিলার জন্য এসার অয়েলের যে দল রয়েছে, সেটি আকন্দারায় যায়। গ্রামবাসীদের বক্তব্য শোনেন দলের সদস্যরা। সঙ্গে গিয়েছিল পুলিশও। স্থানীয় তৃণমূল নেতা কেবু চট্টোপাধ্যায় জানান, বিক্ষোভকারীদের একজোট করে তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসিয়েছিলেন। কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি। এসারের এক আধিকারিক জানান, এই ধরনের সমস্যা মোকাবিলার জন্য প্রশাসনিক স্তরে একটি কমিটি রয়েছে। সেই কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, “আশা করি শীঘ্র বিষয়টি মিটে যাবে।”
|