চপারের কোপে মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তখনও অন্ধকার পুরো কাটেনি। সাতসকালে ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ঘুম ভেঙে গিয়েছিল সোনারপুর থানার শিবতলার বাসিন্দাদের। কয়েক জন বেরিয়ে দেখেন, এক যুবককে মাটিতে ফেলে চপার দিয়ে কোপানো হচ্ছে। এলাকাবাসীরা ছুটে আসতেই পালিয়ে যায় দুই যুবক। কিছু পরে মৃত্যু হয় জখম ওই যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম বিকাশ নস্কর (৩২)। জানা গিয়েছে, জমির দালালির ব্যবসায় রেষারেষির জেরেই এই ঘটনা। পুলিশ জানায়, এ দিন ভোরে অটোতে এসে শিবতলা এলাকায় নিজের বাড়ির কিছুটা আগে নেমে পড়ে বিকাশ। রমেশ নস্কর নামে এক যুবকের বাড়ির সামনে দাঁড়িয়ে গালিগালাজ শুরু করে। রমেশ ও তার প্রতিবেশী বাবাই বেরিয়ে এলে তাদের সঙ্গে বচসা শুরু হয় বিকাশের। পুলিশ জানায়, এর পরে চপার এনে বিকাশকে কোপাতে থাকে রমেশ। রমেশ ও বাবাই পলাতক। বিকাশও এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে জানান তদন্তকারীরা। এ দিন বিকাশের মৃতদেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়েরা বিক্ষোভ দেখান। বিকাশ যে অটো করে ফিরেছিল, তার চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
|
অটোয় গাছ, মৃত্যু যাত্রীর
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
অটোরিকশার উপরে গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাসনাবাদের ভেবিয়া চৌমাথায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম স্বপন সেন (৪৮)। অটো-চালক-সহ আহত ৪ জনকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে ভেবিয়া চৌমাথার কাছে রাস্তার পাশে একটি গাছ কাটছিলেন কয়েক জন কাঠুরে। বৃষ্টি আসায় তাঁরা গাছটির গোড়ার শিকড় কাটার পর গুঁড়িটি না ফেলে চলে যান। রাস্তার পাশ দিয়ে একটি অটো যাওয়ার সময়ে সেই অটোর উপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাছটি। গুরুতর আহত হন অটোর যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে স্বপনবাবু মৃত বলে জানানো হয়।
|
ইমাম ভাতার দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ভাঙড় |
৬ মাস ধরে ভাতা পাচ্ছেন না, এই অভিযোগে বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করলেন ইমাম-মোয়জ্জেমরা। সোমবার দুপুরে ভাঙড়-১ বিডিও অফিসের সামনে ভাঙড় ইমাম ও মোয়াজ্জেম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা পাঁচ ঘণ্টা বিক্ষোভ দেখান। বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। বিডিও কনকলতা জাটুয়া বলেন, “পঞ্চায়েত ভোটের জন্য ভাতা দেওয়া যায়নি। অবিলম্বে চেক দেওয়া শুরু হবে।”
|
স্কুলভোটে জয়ী তৃণমূল, সিপিএম
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে ৪টিতে জয়ী হল তৃণমূল। অন্যদিকে ২টি স্কুলে জয়ী হল সিপিএম। রবিবার বসিরহাটের রঘুনাথপুরের গার্লস হাইস্কুল, বাদুড়িয়ার পুঁড়ো গার্লস হাইস্কুল, স্বরূপনগরের গার্বড হাই স্কুল এবং হাসনাবাদের রামেশ্বরপুর হাইস্কুলে নির্বাচনে তৃণমূল জয়লাভ করে। অন্যদিকে, হিঙ্গলগঞ্জের মামুদপুর হাইস্কুল এবং সন্দেশখালির কালিনগর হাইস্কুলে জয়ী হয় সিপিএম। |
জোড়া মামলায় সাত্তারের জামিন |
দক্ষিণ ২৪ পরগনার সিপিএম নেতা সাত্তার মোল্লার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। পুলিশ সাত্তারের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছিল। বিচারপতি জয়ন্ত বিশ্বাস ও মৃণালকান্তি সিংহের ডিভিশন বেঞ্চ সোমবার দু’টি মামলাতেই তাঁর জামিন মঞ্জুর করেছে। দু’দিন আগে ডিভিশন বেঞ্চ অন্য পাঁচ অভিযুক্তের জামিন মঞ্জুর করেছিল। তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “রাজনৈতিক কারণে পুলিশ সাত্তারকে গ্রেফতার করেছিল। সাত্তার ওই অঞ্চলের ভাল নেতা ও সংগঠক। তাই নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।”
|