থিমের পুজোয় গা ভাসিয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ক্যানিংয়ের নাম করা পুজো কমিটিগুলির ব্যস্ততা এখন তুঙ্গে। সেরা মণ্ডপ, সেরা প্রতিমা আর সেরা আলোর প্রতিযোগিতায় পরস্পরকে টেক্কা দিতে তৈরি সকলেই। |
মণ্ডপ সজ্জায় কাচের চুড়ি। ক্যানিংয়ে। ছবি: সামসুল হুদা। |
কোথাও কাচের চুড়ি দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ, কোথাও বা ব্যবহার করছে প্লাই, বাঁশ, প্লাস্টার অফ প্যারিস, থার্মোকল। কোথাও আবার কৃত্রিম ভাবে প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হচ্ছে মণ্ডপে। কেউ আবার ছোটদের টানতে মণ্ডপের থিম রাখছে ‘ছোটা ভীমে’র আদলে। থিমে রয়েছে নারী নিগ্রহের প্রতিবাদও। কোথাও বা সবার মুখে অন্ন তুলতে অন্নপূর্ণা বেশ ধরেছেন দেবী। ভিক্ষাপাত্র হাতে নিয়ে দেবীর পায়ের কাছে প্রণত শিব।
থিমের পুজোয় যেখানে একদিকে পরস্পরকে টেক্কা দেওয়ার চেষ্টা চলছে, সেখানে কেউ কেউ আবার পুজোয় রাখছেন সাবেকিয়ানা। মাতলা বাজার ব্যবসায়ীবৃন্দ পরিচালিত দুর্গাপুজোর এ বার ৯০ বছর। উদ্যোক্তারা জানালেন, শাস্ত্র মেনে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো করে মূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল। ক্যানিংয়ের সবচেয়ে পুরনো পুজো এটিই। গোলকুঠিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তা শর্মিষ্ঠা সাহা, ইন্দ্রাণী মণ্ডলেরা বলেন, “গোয়ার সপ্তদুর্গা মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। এখানে দেবী দুর্গা অসুরবিনাসী নন, অসুর তার কাছে সমর্পণ করেছে নিজেকে।
ডায়মন্ড হারবারেও নাইয়াপাড়া অ্যাথেলেটিক্স ক্লাবের পুজোমণ্ডপটি তৈরি হয়েছে ৪০ রকম গাছের পাতা দিয়ে। শুকনো পাতার তৈরি ১০০টির বেশি দেবদেবীদের মূর্তি তৈরি করা হয়েছে। থাকছে চন্দননগরের আলোও। |
মূলি বাঁশ ও মাদুরের মণ্ডপ। ডায়মন্ড হারবারে। ছবি: দিলীপ নস্কর। |
নিউটাউন স্পোর্টিং ক্লাব অবশ্য তাদের মণ্ডপ সজ্জায় মূলিবাঁশের মাদুর ব্যবহার করেছে। মণ্ডপের ভিতরে রয়েছে পাটকাঠির অঙ্গসজ্জা। ইয়ং ফাইটার্স ক্লাবের পুজো মণ্ডপটি আবার হোগলাপাতা দিয়ে তৈরি করা হয়েছে। পুরনো বাজার সর্বজনীন পুজো কমিটির মণ্ডপ আবার প্রায় ৬০ ফুট উঁচু একটি রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে। ফলতার ফতেপুর গ্রামীণ পাঠাগারের পুজো উৎসর্গ করা হয়েছে সত্যজিৎ রায়ের স্মরণে। মণ্ডপসজ্জায় থাকছে পথের পাঁচালির দৃশ্যায়ণ। থাকবে অপু-দুর্গা, গুপি-বাঘার মডেলও। প্রতিমা হচ্ছে রাজস্থানী ঘরানার। কর্মকর্তারা জানিয়েছেন, চার মাস ধরে পরিশ্রম করে এই মণ্ডপ বানিয়েছেন তাঁরা। মগরাহাটের চকপরাণ কাঁটাখালি সর্বজনীন পুজো মণ্ডপটি আবার তৈরি করা হয়েছে কলকাতার বিড়লা তারামণ্ডলের আদলে। মণ্ডপের ভিতরে রয়েছে ১০৮টি দুর্গা প্রতিমা, নানা সাজে। এই ভাবেই প্রতিমা তৈরি, মণ্ডপ সজ্জা ও আলোর সাজে পুজো উদ্যাপন করছে দক্ষিণ ২৪ পরগনা। |