বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় থেকে চলে আসা টানা ভাল ফর্মের দৌলতে ব্যাডমিন্টনের সদ্য প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করলেন ভারতের পারুপল্লি কাশ্যপ। এ দিন প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিংয়ের তালিকায় চোদ্দো থেকে তিনি উঠে এসেছেন বিশ্বের তেরো নম্বরে। ভারতের পুরুষ ব্যাটমিন্টন প্লেয়ারদের মধ্যে কাশ্যপই আছেন এক নম্বরে। গুরুসাইদত্ত, অজয় জয়রামও এক ধাপ করে উঠে যথাক্রমে তেইশ এবং পঁচিশতম স্থানে। অন্য দিকে মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজের চার নম্বরের জায়গাটা ধরে রেখেছেন সাইনা নেহওয়াল। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী পি ভি সিন্ধু সম্প্রতি তেমন ছন্দে না থাকলেও বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনি আছেন দশ নম্বরে। মেয়েদের একনম্বর সেই চিনের লি জুয়েরুই।
|
পনেরো নম্বর হোল খেলার সময় শট মারতে গিয়ে পিঠ চেপে ধরে যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলেন। কিন্তু পিঠের সেই যন্ত্রণা সহ্য করেই দক্ষিণ আফ্রিকার রিচার্ড স্টার্নকে হারিয়ে যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্টস কাপ চ্যাম্পিয়ন করলেন টাইগার উডস। এই নিয়ে আট বার এই কাপ জিতল যুক্তরাষ্ট্রের টিম। প্রতিপক্ষ আন্তর্জাতিক দলকে তারা হারাল সাড়ে আঠারো-সাড়ে পনেরো পয়েন্টে। “এলোমেলো হাওয়া, বৃষ্টি, কঠিন পরিবেশ-সব মিলিয়ে কাজটা সহজ ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কাপ জিততে পেরে দারুণ লাগছে। গোটা সপ্তাহ ধরে টিম হিসাবে একজোট হয়ে আমরা যে চেষ্টাটা চালিয়েছিলাম, এটা তারই পুরস্কার,” বলেছেন উডস। বস্তুত, উডসের পরে আরও দু’জন খেলতে নামলেও মুইরফিল্ড গল্ফ কোর্সে উডস জেতার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র দলের জয়ও নিশ্চিত হয়ে যায়।
|
সেপ্টেম্বরের মাঝামাঝি তাঁদের বিচ্ছ্বেদ নিয়ে জল্পনা ছিল চরমে। বলা হচ্ছিল, প্রাক্তন স্ত্রী সিমোনের সঙ্গে ওয়ার্নের নতুন করে ঘনিষ্ঠতা হওয়া মেনে নিতে পারছেন না হার্লি। যে কারণে ওয়ার্নের দেওয়া বাগদানের আংটি খুলে ফেলেছেন। টুইটারে কথাও বলছেন না দু’জনে। জল্পনার সেই আগুনে ঘি-এর কাজ করে দুই তারকার দু’টো টুইট। যাতে সমস্যা তৈরি হয়েছে বলে দু’জনেই একরকম স্বীকার করে নেন। আজ বাগদত্তার সঙ্গে স্পিন কিংবদন্তির একটা টুইট আদানপ্রদানে অবশ্য ফুটে উঠল একেবারে অন্য ছবি। গত ক’দিন ব্রিটিশ অভিনেত্রী সন্তান সম্ভবা কি না, তাই নিয়ে পড়েছে ট্যাবলয়েডগুলো। হার্লি যা নিয়ে আজ টুইট করেন, “আমার বন্ধু, পরিবার আর অনুরাগীদের জানাই, সংবাদমাধ্যমের চূড়ান্ত অবাস্তব এবং হাস্যকর দাবি সত্ত্বেও আমি মোটেই মা হওয়ার চেষ্টা করছি না।” জবাবে ওয়ার্নের পাল্টা, “আমি তো ভেবেছিলাম আমরা ট্রিপলেট-এর চেষ্টায় আছি??? তবে পরে ভেবে দেখলাম, শুরুটা জমজ দিয়ে করাই ভাল!!! হা হা হা।” প্রেমকাহিনীর আকাশ থেকে কালো মেঘ সরে গিয়েছে, বুঝিয়ে দিয়েছেন দু’জনে।
পুরনো খবর: সম্পর্ক সঙ্কটে, স্বীকার করে নিলেন ওয়ার্ন |
দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি আয়োজিত অষ্টম ‘চেস ফর ইয়ুথ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ওড়িশার পদ্মিনী রাউত। সোমবার চারদিন ব্যাপী এই প্রতিযোগিতার শেষে তাঁর সংগ্রহ ৬ পয়েন্ট। দ্বিতীয় দিল্লির সহজ গ্রোভার (৫.৫)। তবে অঘটন ঘটিয়েও শেষ ধাপে প্রত্যাশা মাফিক ফল করতে ব্যর্থ রাজদীপ সরকার। মহিলাদের জাতীয় চ্যাম্পিয়ন মেরি অ্যান গোমস এবং প্রাক্তন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন সৌম্যা স্বামীনাথনকে হারিয়েও তিনি থেমে গেলেন ষষ্ঠ স্থানে। মেরি অ্যান গোমস হলেন চতুর্থ। অনূর্ধ্ব-১৪ বিভাগে চ্যাম্পিয়ন আয়োজক দিব্যেন্দু বড়ুয়ার পুত্র দিশান বড়ুয়া।
পুরনো খবর: মেরিকে হারিয়ে চমক রাজদীপের |
আমার ঠাম্মার বাড়ির একটা জানলার কাচও যেন না ভাঙে! আর ভাঙলে সোজা গিয়ে জবাবদিহি করতে হবে ঠাম্মার কাছে খেলা শুরুর আগে দুই দলের ফুটবলারদের কাছে নিয়মটা পরিষ্কার করে দেন নাতি। যুবরাজ উইলিয়ামসের দেওয়া এই শর্ত মেনেই এ দিন ঐতিহাসিক প্রথম ফুটবল ম্যাচ খেলা হল বাকিংহাম রাজপ্রাসাদের বাগানে। ইংল্যান্ডের প্রাচীণতম দুই অপেশাদার ক্লাব সিভিস সার্ভিস এফ সি বনাম পলিটেকনিক এফসি শুরু হওয়ার আগে উইলিয়ামস মাঠে নামেন ‘ডব্লিউ আর’ এমব্রয়ডারি করা এক জোড়া উজ্জ্বল কমলা জুতো পরে। জানা গেল, প্রিয় বন্ধু ওয়েন রুনি গত মরসুমের শেষে নিজের ওই জুতো জোড়া উপহার দিয়েছিল উইলিয়ামসকে। সেটা পরেই এদিন নিজের ফুটবল দক্ষতার নিদর্শন রাখলেন রাজপুত্র। যিনি এদিনের ম্যাচের প্রধান উদ্যোক্তা। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলানো রেফারি হাওয়ার্ড ওয়েব। ম্যাচের সাক্ষী থাকলেন এফএ চেয়ারম্যান গ্রেগ ডাইক, প্রাক্তন তারকা মাইকেল আওয়েন।
|
সোমবার প্রকাশিত এটিপি-র সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে সোমদেব দেববর্মন প্রথম একশোর ভেতরেই রয়েছেন। বরং আরও দু’ধাপ এগিয়ে চলতি সপ্তাহে ভারতের এক নম্বর ডেভিসকাপার এখন বিশ্বের ৯৫ নম্বর। গত সপ্তাহে বেজিংয়ে চায়না ওপেনে কোয়ালিফাইং রাউন্ড টপকে মূলপর্বে ওঠার সুবাদে সোমদেবের এই উত্তরণ। প্রথম একশোয় থাকাটাই তাঁর এ মরসুমে শেষে লক্ষ্য বলেছিলেন সোমদেব। কথা রেখেছেন। |