ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম সাতটা ম্যাচের মধ্যে তিনটিতেই হার। লিগ টেবলে নয় নম্বরে। তবুও ডেভিড মোয়েসই পারবেন ফার্গুসন সাম্রাজ্য এগিয়ে নিয়ে যেতে। সেই বিশ্বাসই রাখছেন স্যর অ্যালেক্স ফার্গুসনের এক সময়ের বিশ্বস্ত সৈনিক ডেভিড বেকহ্যাম।
বেকস বলছেন, “সবাই জানত যে ফার্গুসন অবসর নেওয়ার পরে এ রকম এক পরিস্থিতির সৃষ্টি হবে। নতুন ম্যানেজারকে নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠবে। কিন্তু বলতে পারি, মোয়েস ম্যানেজার হিসেবে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদম সঠিক নির্বাচন।” সঙ্গে তিনি যোগ করেন, “নতুন দল গড়তে মোয়েসকে আরও সময় দিতে হবে। ও কিন্তু ভাল ম্যানেজার।” |
মোয়েসের সমর্থনে শুধুমাত্র ম্যান ইউ-এর প্রাক্তন নয়। প্রিমিয়ার লিগের নতুন মরসুমের শুরুতে ক্লাবের ব্যর্থতার জন্য ফুটবলাররাই দায়ী, জানিয়েছেন ওয়েন রুনি। বলেন, “আমরা দল হিসাবে খুব ভাল খেলতে পারিনি। তাই দোষ ফুটবলারদের। সামনের ম্যাচগুলোতে আমাদের আরও ভাল খেলতে হবে মোয়েসের স্বার্থে।”
পাশাপাশি কব্জি চোটের জন্য ডিসেম্বর পর্যন্ত খেলতে পারবেন না ম্যান ইউর নতুন তারকা মারুয়ান ফেলাইনি। যদিও ফেলাইনির চোট নিয়ে বিতর্ক রয়েছে। ম্যান ইউ সমর্থকরা তাদের ব্যক্তিগত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বলতে থাকেন- “ভালই হয়েছে ফেলাইনি থাকবে না।” যদিও চোট গুরুতর বলেও মোয়েস বলেছেন, “এমনও হতে পারে, ফেলাইনিকে কব্জিতে প্রোটেক্টিভ কিছু পরে ফিরতে হতে পারে।”
|