টুকরো খবর
কোরিয়ায় জিতে চতুর্থ খেতাবের দিকে ভেটেল
সেবাস্তিয়ান ভেটেল এবং তাঁর টানা চতুর্থ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের মধ্যে ব্যবধান ক্রমশ কমছে। সিঙ্গাপুরের পর আজ কোরিয়াতেও পোল পোজিশন থেকে রেস জেতায়, চ্যাম্পিয়নশিপের যুদ্ধে দ্বিতীয় স্থানে থাকা ফের্নান্দো আলোনসোর থেকে ৭৭ পয়েন্টে এগিয়ে গেলেন ভেটেল। পরিস্থিতি যা, তাতে পরের জাপান রেসে আলোনসো প্রথম আটের মধ্যে শেষ না করলে চ্যাম্পিয়নের সিংহাসন চলে যাবে ভেটেলের দখলে। গত কয়েকটা রেসের মতো এ দিনও শুরু থেকে শেষ পর্যন্ত চলে ভেটেল শো। তবে কোরিয়ায় পর পর দু’টো অঘটন এবং তার জেরে দু’বার সেফটি কার নামায় রোমহর্ষক একটা রেসের সাক্ষী থাকলেন দর্শকেরা। দিনটা দারুণ গেল লোটাস দলের। যাদের কিমি রাইকোনেন দ্বিতীয় এবং রোমেন গ্রসজঁ তৃতীয় স্থানে শেষ করলেন। অন্য দিকে, ফোর্স ইন্ডিয়ার আদ্রিয়ান সুটিলের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আগুন জ্বলে গেল ভেটেলের টিমমেট মার্ক ওয়েবারের গাড়িতে। পয়েন্টের মধ্যে শেষ করতে পারলেন না ফোর্স ইন্ডিয়ার পল ডি রেস্টাও।

এক নম্বর হয়েই হার নাদালের
আগের দিনই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর আসন পুনরুদ্ধার করেছিলেন। আর পরের দিনই বিশ্বসেরা রাফায়েল নাদাল তাঁর প্রথম ম্যাচেই হারলেন সদ্য এক নম্বর আসন খোয়ানো নোভাক জকোভিচের কাছেই! রবিবার চায়না ওপেন ফাইনালে জকোভিচের কাছে ৩-৬, ৪-৬ হারলেও নাদাল-ই সোমবার এটিপি-র প্রকাশিতব্য বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকবেন। তবে হয়তো নাদালের গলায় কাঁটা হয়ে বিঁধে থাকবে এক নম্বরের আসনে ফের বসার আগের দিনই এ বছরে তাঁর হার্ডকোর্টে প্রথম হারটা। টানা ২৬ ম্যাচ জেতার পর হারলেন তিনি।

হ্যাটট্রিক হাওড়ার
আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল হাওড়া। রবিবার বাঁকুড়ায় অনুষ্ঠিত ফাইনালে তারা জলপাইগুড়িকে হারাল ৩-০। এ দিনের জয়ের ফলে এই টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক হল হাওড়ার।

ব্যাডমিন্টনে বাংলার দাপট
ইলাহাবাদে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য ব্যাডমিন্টনে মেয়েদের চ্যাম্পিয়ন হল বাংলা। ফাইনালে উত্তরাখণ্ডকে ২-১ হারিয়ে চাড্ডা কাপ জিতে নেয় শেষাদ্রী সান্যাল, অমৃতা মুখোপাধ্যায় ও অনুরিয়া দাসের বাংলা দল। সেমিফাইনাল এবং ফাইনালে নিজের সব ম্যাচ জিতে বাংলাকে চ্যাম্পিয়ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শেষাদ্রী। বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের এই খেলোয়াড় শেষ চারের নির্ণায়ক সিঙ্গলসে উত্তর প্রদেশের রিয়া মুখোপাধ্যায়কে হারান ২০-২২, ২১-১৩, ২১-১৯। এর পরে ফাইনালে উত্তরাখণ্ডের শীতলের বিরুদ্ধে নিজের ম্যাচ জেতেন ২১-১৩, ২১-১৮।

মেরিকে হারিয়ে চমক রাজদীপের
বয়স ১২। তাতে কী? দাবার বোর্ডে ঝড় তুলে দিয়েছে রাজদীপ সরকার। হারিয়ে দিল জাতীয় চ্যাম্পিয়ন মেরি অ্যান গোমসকে। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমির আয়োজনে টাটা স্টিল যুব দাবায় এ দিন পঞ্চম রাউন্ডে দুরন্ত ফলের পর রাজদীপ ৪.৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার বিভাগে শীর্ষে। তার সঙ্গে খেতাবি লড়াই পদ্মিনী রাউত আর বিতান বন্দ্যোপাধ্যায়ের। দু’জনেরই পয়েন্ট ৪.৫।

বিশ্বরূপার ত্রিমুকুট
বি এম চট্টরাজ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ত্রিমুকুট জিতেছেন বিশ্বরূপা গুপ্ত। মেয়েদের সিঙ্গলস ছাড়াও তিনি জেতেন বালিকা ও সাব-জুনিয়র সিঙ্গলস খেতাব। বিভিন্ন বিভাগে আর চ্যাম্পিয়ন হয়েছেন সৌমেন সাহা, বিনান পাত্র ও স্পৃহা দেবনাথ (দু’জনই দ্বিমুকুট), সঙ্গীত চক্রবর্তী ও দেবদিত্য চাকলাদার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.