চল্লিশের লিয়েন্ডার পেজের যুক্তরাষ্ট্র ওপেন ডাবলস চ্যাম্পিয়ন হওয়া থেকে সৃষ্ট উদ্দীপনায় ভারতীয় টেনিসের মরসুম-শেষটাও দুর্দান্ত গেল! পরপর দু’দিনে চিন থেকে জাপান পেশাদার ট্যুরে ভারতীয়দের হাতে ডাবলসের ট্রফি। শনিবার সানিয়া মির্জা বেজিংয়ে চায়না ওপেন ডাবলস খেতাব জেতার চব্বিশ ঘন্টার মধ্যে টোকিওয়ে জাপান ওপেনে ডাবলস চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না। ফরাসি সঙ্গী রজার ভাসেলিন-কে নিয়ে। চতুর্থ বাছাই বোপান্নারা রবিবার ফাইনালে ব্রিটিশ-অস্ট্রেলীয় জুড়ি জেমি মারে-জন পিয়ার্সকে হারান ৭-৬ (৭-৫), ৬-৪। বোপান্নার এ বছরের দ্বিতীয় খেতাব। গত ফেব্রুয়ারিতে ব্রিটেনের কলিন ফ্লেমিংকে নিয়ে তিনি মার্সেই ওপেন জিতেছিলেন। |
ট্রফি ও ভাসোলিনকে নিয়ে রোহন |
এ দিকে, সানিয়া মির্জা উপর্যুপরি দু’সপ্তাহ যাঁকে নিয়ে খেলে জাপান আর চায়না ওপেন খেতাব জিতেছেন সেই প্রাক্তন বিশ্বের এক নম্বর ডাবলস প্লেয়ার জিম্বাবোয়ের কার ব্ল্যাক-কে নিয়েই পরের বছর পুরো মরসুম ডাবলস সার্কিটে খেলবেন বলে জানিয়ে দিলেন। “দু’হাজার চোদ্দোয় কারার সঙ্গেই ডাবলস খেলব আমি। পুরো মরসুমই,” এ দিন বেজিং থেকে সংবাদ সংস্থাকে বলেন ২০১৩-এ পাঁচ জন পার্টনারকে নিয়ে খেলে পেশাদার ট্যুরে পাঁচটা ডাবলস খেতাব জয়ী সানিয়া। নিজেকে এই মুহূর্তে গত মরসুমের চেয়ে অনেক ভাল প্লেয়ার দাবি করে সানিয়া বলেছেন, “আমার খেলার অলরাউন্ড উন্নতি ঘটেছে। ফিটনেস আরও ভাল হয়েছে। নেটের সামনে আরও ভাল খেলছি। সার্ভিস আগের চেয়ে ভাল করছি। সব মিলিয়ে নিজেকে গত বারের তুলনায় এখন ভাল প্লেয়ার বলে মনে করি।” জাপান আর চিনে কারা ব্ল্যাক-কে নিয়ে সানিয়া টানা ন’ম্যাচ অপরাজিত। যার মধ্যে হারিয়েছেন বিশ্বসেরা ইতালীয় জুটি সারা এরানি-রবার্তা ভিন্সিকেও। কিন্তু বেজিং ফাইনালের জয়টাই তাদের সেরা ম্যাচ বলে সানিয়ার অভিমত। তা সত্ত্বেও বছর শেষে মেয়েদের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে ডাবলসে সানিয়ার খেলা হবে না। কারণ, এ বছর তাঁর নিয়মিত পার্টনার বেথানি মাটেকের চোট এখনও সারেনি। অস্থায়ী সঙ্গী নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলা যায় না। |