সানিয়া মির্জা-রোহন বোপান্নাদের দুরন্ত ফর্মে ভারতীয় টেনিসের দাপট চিন থেকে জাপানে। চিন ওপেনে সেমিফাইনালে সানিয়া ও কারা ব্ল্যাকের জুটি শীর্ষবাছাই ইতালির সারা ইরানি আর রবার্তা ভিন্সিকে হারিয়ে ফাইনালে। এ দিনই আবার জাপানে এটিপি টুর্নামেন্টে বোপান্না আর এডুয়ার্ডো রজার ভ্যাসেলিনও ডাবলসের ফাইনালে উঠেছেন ট্রিট হুয়েই আর ডমিনিক ইঙ্গলটের জুড়িকে সরাসরি সেটে হারিয়ে।
টোকিওতে জিতে চিন ওপেনে আসা সানিয়ারা বিশ্বের এক নম্বর মেয়ে ডাবলস জুটিকে ৬-৪, ৬-৪ হারাতে সময় নেন এক ঘণ্টা ১২ মিনিট। পাঁচ ভিন্ন পার্টনারকে নিয়ে নেমেও চলতি মরসুমে পঞ্চম খেতাব দখলের লড়াইয়ে সানিয়া। যুক্তরাষ্ট্রের বেথানি মাটেক স্যান্ডসের সঙ্গে মরসুম শুরু করার পর সে দেশেরই লিজেল হুবার, ইতালির ফ্লাভিয়া পেনেত্তা আর চিনের জি ঝেংয়ের সঙ্গে কোর্টে নামেন সানিয়া। এর মধ্যে দুবাই আর ব্রিসবেন ওপেন জেতেন বেথানিকে নিয়ে। যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে আর নিউ হ্যাভেনে ঝেং জুটিতে ছিলেন। টোকিও ওপেন আবার জেতেন কারাকে নিয়ে। |
চতুর্থ বাছাই বোপান্না আর ভ্যাসেলিন এ দিন ৬-৪, ৭-৬ (৬)-এ জিতে ফাইনালে ওঠেন। তিনিও এ মরসুমে তৃতীয় ফাইনালে। অবশ্য ভ্যাসেলিনকে নিয়ে নয়। ফ্রান্সে মার্সেই ওপেন জিতেছেন ব্রিটেনের কলিন ফ্লেমিংয়ের সঙ্গে জুড়ি বেঁধে। আর রোম মাস্টার্সে রোহনের পার্টনার ছিলেন মহেশ ভূপতি। যদিও রোমে বোপান্নাদের হারতে হয়। এ বার কী হবে? শেষ চারে যে ভাবে দাপট দেখিয়েছেন ভারতীয় তারকা তাতে দুরন্ত ফর্মেরই ইঙ্গিত। ট্রিট-ডমিনিকের সার্ভ দু’বার ভাঙার পর এক বার নিজেদের সার্ভিস বাঁচান ইন্দো-ফরাসি জুটি। দ্বিতীয় সেটেও বেশ কয়েক বার পরস্পরের সার্ভিস ভাঙার সুযোগ পেলেও কোনও জুটিই সফল হয়নি। শেষ পর্যন্ত খেলা টাইব্রেকারে গড়ালে চতুর্থ বাছাই বোপান্নারা ঠান্ডা মাথায় ম্যাচ পকেটে পুরে নেন।
|
পুরনো খবর: সানিয়ারা শেষ চারে |