বিমানবন্দর থেকে লালকমল ভৌমিককে ফিরিয়ে দিলেন ইউনাইটেড কোচ এলকো সাতোরি। ইউনাইটেড মিডিওকে বলে দিলেন, “তুমি কলকাতায় থেকে সুস্থ হও। তোমাকে পরের ম্যাচগুলোতে দরকার হবে।” ফলে মাত্র সতেরো জনের দল নিয়েই সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-র সঙ্গে খেলতে গেল ইউনাইটেড। ফুটবলার তালিকার একটা জায়গা ফাঁকা রেখেই মাঠে নামবে তাঁরা।
এ দিকে, মেহতাব-চিডিরা কুয়েত থেকে ফিরে সূচি নিয়ে যে ক্লান্তির কথা বলেছিলেন তা মানতে নারাজ ফেডারেশন কর্তারা। ২২ অক্টোবর কুয়েত এসসি-র সঙ্গে ফিরতি ম্যাচ মার্কোস ফালোপার দলের। তার মধ্যে আই লিগের মাত্র দু’টি ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। ৯ অক্টোবর শিলং লাজং এবং ১৭ অক্টোবর ডেম্পোর সঙ্গে ম্যাচ খেলতে হবে মোগা-ওপারাদের। ফেডারেশনের সিইও সুনন্দ ধর বললেন, “ইস্টবেঙ্গল এএফসি ফাইনালে যাতে উঠতে পারে সে জন্য সূচিতে যা সাহায্য দরকার তা আমরা করার চেষ্টা করছি। যাতে টিমটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাওয়ার আগে বিশ্রাম পায়। ৫ অক্টোবরের পুণে ম্যাচ স্থগিত করে দিয়েছি। ২৩ তারিখের চার্চিলের সঙ্গে ম্যাচও স্থগিত করে দিয়েছি। ১৯ তারিখের ডেম্পো ম্যাচ দু’দিন এগিয়ে এনেছি। সব তো ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের সঙ্গে কথা বলেই করেছি। তা হলে সমস্যা কোথায়।”
কলকাতা লিগেও ইস্টবেঙ্গলের ম্যাচ দেওয়া হবে কি না এখনও ঠিক করেননি আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। বললেন, “এখনও ঠিক করিনি খেলা দেব কি না? ওদের এএফসি ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গল ফাইনালে উঠলে সেটা বাংলার ফুটবলের বড় ঘটনা হবে। সেটা আমাদের মাথায় আছে।” ইস্টবেঙ্গলের আই লিগের স্থগিত ম্যাচ ফেডারেশন দিতে চায় নভেম্বরে। ফিফা আন্তর্জাতিক ম্যাচের জন্য ভারতকে সময় দেওয়া হয়েছে ১৫ এবং ১৮ নভেম্বর। ফেডারেশন কর্তারা চেষ্টা করছেন, উইম কোভারম্যান্সের দলের সঙ্গে খেলার জন্য প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাল কোনও দল খুঁজতে।
|