টুকরো খবর
সাওয়ানির জেরা, ক্ষুব্ধ চান্ডিলার আইনজীবী
আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত অজিত চান্ডিলাকে বুধবার রবি সাওয়ানির প্রায় তিন ঘণ্টা জেরার ঘটনায় ক্ষুব্ধ প্রাক্তন রাজস্থান রয়্যালস ক্রিকেটারের আইনজীবী। বোর্ডের দুর্নীতিদমন শাখার প্রধানের এই পদক্ষেপকে অন্যায় বলে মনে করছেন চান্ডিলার আইনজীবী রাকেশ কুমার। বলেন, “শো-কজ নোটিস ছাড়া ওরা জিজ্ঞাসাবাদ করেছে। কোনও প্রমাণ না থাকলেও একজনকে দোষী ঘোষণা করে দিল।” সঙ্গে যোগ করেন, “দুই বিচারপতির তদন্তে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস আর বাকিরা কেউই দোষী নন। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ এই রিপোর্টের উপর স্থগিতাদেশ জারি করার জন্য। কিন্তু শ্রীসন্ত আর বাকিদের দোষী বলে সারাজীবনের জন্য নির্বাসনের সাজাও দিয়ে দেওয়া হল। এটা বোর্ডের দ্বিচারিতা ছাড়া আর কী? প্লেয়ারদের বলির পাঁঠা করা হচ্ছে।” সাওয়ানির সঙ্গে কথা বলার পর নিজের বক্তব্য লিখিত ভাবে জমা দেওয়ার জন্য চান্ডিলা কিছুদিন সময় চেয়েছেন। চান্ডিলার আইনজীবী বলেন, “আমাদের লিখিত বক্তব্য পাওয়ার পর বোর্ডকে তাঁর রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করেছি সাওয়ানিকে। সপ্তাহখানেক লাগবে আমাদের লিখিত বক্তব্য জমা দিতে।”

যুব দাবায় জিতলেন মেরি
যুব দাবার উদ্বোধনে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু বড়ুয়ারা।
মোট ৮২০ জন দাবাড়ুকে নিয়ে সংখ্যার নিরিখে দেশের সবথেকে বড় দাবা টুর্নামেন্ট শুরু হল সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে। শুক্রবার টাটা স্টিল যুব দাবার উদ্বোধন করলেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। প্রথম দিন ড্র হয়ে গেল সৌম্যা স্বামীনাথনের ম্যাচ। জয় পেলেন দিল্লির গ্র্যান্ডমাস্টার সাহেজ গ্রোভাল, মেরি অ্যান গোমস। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমির আয়োজনে এ বারই হচ্ছে টুর্নামেন্টের অষ্টম সংস্করণ। তবে বিপুল ভাড়া দিয়ে নেতাজি ইন্ডোরের মতো বড় জায়গা না নিতে পারায় টুর্নামেন্টে প্রতিযোগীর সংখ্যা অনেক কমিয়ে দিতে হয়েছে আয়োজকদের। এ বারের কনিষ্ঠতম দুই দাবাড়ু সৃজন চট্টোপাধ্যায় (৪ বছর ৮ মাস) ও অলপ্তিকা চট্টোপাধ্যায় (৪ বছর ৩ মাস)। এ দিকে, শুক্রবার হঠাৎই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন দীপ্তায়ন ঘোষ।

পুরনো খবর:

এশীয় ব্যাডমিন্টনে বাংলার অরিন্তপ
দুর্গাপুজোয় তাঁর বয়সি ছেলেরা যখন নতুন জামা-কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঘুরবে তখন ১৫ বছরের অরিন্তপ দাশগুপ্ত থাকবে ইন্দোনেশিয়ায়। এশীয় যুব ব্যাডমিন্টনে অংশ নিতে মহালয়ার দিনই দিল্লি উড়ে যেতে হল গড়ফার ছেলেটিকে। ফিরবে সেই পুজোর পর। তাতে অবশ্য দুঃখ নেই বাংলার এই প্রতিশ্রুতিমান ব্যাডমিন্টন খেলোয়াড়ের। নতুন জামা পরে ঘোরার চেয়েও তাঁর কাছে আরও আনন্দের খবর এসেছে বৃহস্পতিবার। ভারতীয় দলের জার্সি গায়ে খেলার সুযোগ। ঋতুপর্ণা দাস, রিয়া মুখোপাধ্যায়ের পর ফের জাতীয় দলে এক বঙ্গসন্তান। “পুজোয় থাকতে পারব না বলে কষ্ট হচ্ছে। কিন্তু পুজো তো অনেক আসবে। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া আরও বড়। ব্যাডমিন্টনই আমার প্রথম ভালবাসা,” বিমান ধরতে যাওয়ার আগে বলছিল নবম শ্রেণীর ছাত্র অরিন্তপ। বেঙ্গালুরুতে আপাতত প্রকাশ পাড়ুকোনের অ্যাকাডেমিতে কোচিং নিচ্ছে প্রতিশ্রুতিমান এই ছেলেটি। জাতীয় পর্যায়ে অন্ধ্রপ্রদেশের সিরিন ভার্সার পর দু’নম্বর যে অরিন্তপই। এখন দেখার, এশীয় পর্যায়ে কী রকম ফল করে গত চার মাস বেঙ্গালুরুতে পড়ে থেকে তৈরি হওয়া ছেলেটি।

ফাইনালে বেটকুচি-এনসিসি
সুব্রত কাপে ইতিহাস গড়ল অসমের বেটকুচি হাইস্কুল। শুক্রবার বৃষ্টিভেজা অম্বেডকর স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন নাগাল্যান্ডের গ্রিনউড স্কুলকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৪ সুব্রত কাপের ফাইনালে উঠল বেটকুচি হাইস্কুল। বিরতির ঠিক আগে ম্যাচের একমাত্র গোলটি করেন বিকর্ডাও ডাইমেরি। অন্য সেমিফাইনালে অবশ্য কোনও অঘটন হয়নি। প্রত্যাশা অনুযায়ী, মেঘালয়ের সেন্ট অ্যান্টনি স্কুলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিল এনসিসি (উত্তর-পূর্ব অঞ্চল)।

দলে ফিরে এলেন শিবশঙ্কর
হরিয়ানার বিরুদ্ধে তিনটে ম্যাচের জন্য কুড়ি জনের বাংলা টিম শুক্রবার ঘোষণা করা হল। অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল। সৌরাশিস লাহিড়ী, অভিষেক ঝুনঝুনওয়ালা, অরিন্দম দাস, শিবশঙ্কর পালদের মতো বাকি নামীরাও আছেন। গত কয়েক মরসুমে চোটের কারণ বাংলা দল থেকে ছিটকে গিয়েছিলেন এই পেসার। এ মরসুমে বাংলার নির্বাচকদের অঙ্কে দলে ফিরে এসেছেন তিনি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.