আবার সেই একই ‘হেডলাইন’। রিয়াল মাদ্রিদের ত্রাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার রাতে লা লিগার লড়াইয়ে অতিরিক্ত সময়ে গোল করে রিয়ালকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচালেন সিআর সেভেন। তাও আবার লেভান্তেকে ৩-২ হারিয়ে। তবুও রোনাল্ডোর শেষ মুর্হূতের গোলের থেকেও ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল ‘লর্ড অব দ্য ড্যান্সের’ জন্য।
জিনিসটা কী? রিয়ালকে ম্যাচ জিতিয়ে ফুটবল মাঠে নিজের অচেনা প্রতিভার নজির রেখে গেলেন রোনাল্ডো। অভিনব ভঙ্গিমায় সেলিব্রেট করে। কিংবদন্তি ডান্সার মাইকেল ফ্ল্যাটলির ‘লর্ড অব দ্য ড্যান্সের’ সমস্ত বিখ্যাত স্টেপগুলোকে নকল করেই নেচে সেলিব্রেট করেন রোনাল্ডো। |
রোনাল্ডোর সেলিব্রেশনে ফ্ল্যাটলি-র ছায়া। |
কোনও মতে হারা ম্যাচ জিতে রিয়ালের ইতালীয় কোচ আন্সেলোত্তি বলেন, “ম্যাচ জিতে আমি খুশি। তবুও আমি মিথ্যা কথা বলব, যদি বলি দল ভাল খেলেছে। পরের ম্যাচগুলোতে আরও উন্নত ফুটবল দেখতে চাই দলের থেকে।” লেভান্তেকে হারিয়েও লিগ টেবলের তৃতীয় স্থানে থাকল রোনাল্ডোর রিয়াল।
পাশাপাশি রিয়ালের মতোই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও জয়ের মুখ দেখল। রিয়াল ভালাদোলিদকে ৪-১ হারিয়ে লা লিগার শীর্ষস্থানে থাকল বার্সেলোনা। মেসির চোট থাকায় নেইমার ও সাঞ্চেজকে নিয়েই আক্রমণ সাজান মার্টিনো। কিন্তু জাভি গুয়েরার গোলে অবিশ্বাস্য ভাবে ১-০ এগোয় ভালাদোলিদ। যদিও কিছুক্ষণ পরেই সাঞ্চেজের গোলে সমতা ফেরায় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জাভি গোল করে ২-১ করেন। নিজের দ্বিতীয় গোল করে এর পর যাবতীয় লড়াই শেষ করে দেন সাঞ্চেজ। সবশেষে ব্রাজিলের ‘ওয়ান্ডারকিড’ নেইমারের গোলে ৪-১ জয় পায় বার্সেলোনা। আট ম্যাচে আট জয়। চব্বিশ পয়েন্ট পেয়ে লিগের শীর্ষে। তবুও দলকে আরও উন্নতি করতে বললেন মার্টিনো। “সেট পিস থেকে গোল খাওয়া কমাতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভাল খেলেছি। কিন্তু সব দলের বিরুদ্ধে পিছিয়ে পরে জিততে পারব না,” বলেছেন বার্সা কোচ। |