আই লিগের শুরুতেই বেসামাল মহমেডান। প্রথম ম্যাচে পুণে এফসি-র কাছে ১-৩ হারের পরে রবিবার গোয়াতেও মুখ থুবড়ে পড়ল সাদা-কালো ব্রিগেড। সালগাওকরের কাছে ৩-০ গোলে হারল পেন-জোসিমাররা।
পুণে ম্যাচে তিন গোলে হারলেও, মহমেডান ফুটবলারদের মধ্যে চেষ্টার কোনও কমতি ছিল না। তবে গোয়াতে সালগাওকরের বিরুদ্ধে যেন হেলায় আত্মসমর্পণ করলেন আবদুল আজিজের ফুটবলাররা! দলের প্রধান স্টপার লুসিয়ানোর অনুপস্থিতিতে শুরুতেই রক্ষণের সংগঠন দুর্বল হয়ে পড়ে। তার ওপর গোলকিপার সোমনাথ খাড়ার ধারাবাহিক ভুলের জন্য তিন পয়েন্ট তো দূরের কথা, এক পয়েন্টও জুটল না মহমেডানের। গোয়া থেকে ফোনে পেন বলছিলেন, “রক্ষণ এত দুর্বল হলে ম্যাচ জেতা যায় না। আমাদের গোলকিপার সোমনাথও খেলতে পারেনি। সালগাওকরের গোলকিপার যেখানে নিশ্চিত আটটা গোল বাঁচাল, সেখানে আমাদের গোলকিপার সহজ সহজ গোল খেল।” |
খারাপ দিন
সোমনাথ ও সংগ্রাম। |
মহমেডানের পরবর্তী ম্যাচ বেঙ্গালুরুর সঙ্গে। রবিবার যাদের বিরুদ্ধে আই লিগে প্রথম হারের মুখ দেখল বাংলার আর এক প্রধান দল ইউনাইটেড স্পোর্টস। পরপর দু’টো ম্যাচ জেতার পরে এ দিন ০-১ গোলে হারলেন র্যান্টিরা। বেঙ্গালুরু থেকে ইউনাইটেড স্পোর্টসের কোচ এলকো সাতৌরি বললেন, “গোলকিপারের ভুলে প্রথম দু’মিনিটের মধ্যেই গোল খেতে হয় আমাদের। তার পরে বাকি সময়টা পুরো আধিপত্য নিয়ে খেললেও, জিততে পারলাম না। শেষ পঁচিশ মিনিট ফিটনেসের অভাবে ভুগতে দল দলকে।” বেঙ্গালুরু ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে বিপক্ষ কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ায় লাল-কার্ড দেখতে হয় সাতৌরিকে। |