কলেজের জন্য জমি পাওয়া গেল নারায়ণগড়ে। স্থানীয়দের দানের জমিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ওই কলেজ তৈরি হবে। সোমবার বিকেলে নারায়ণগড় ব্লক প্রশাসনিক ভবনের সভাগৃহে আনুষ্ঠানিক ভাবে জমি দান করে ব্লকের ভদ্রকালী গাঁধী সেবায়তন এবং গাঁধী উচ্চমাধ্যমিক বিদ্যাপীঠ। যুগ্ম ব্লক প্রশাসনিক আধিকারিক রাহুল মজুমদারের উপস্থিতিতে মোট ১০ একর ২৭ ডেসিমেল জমি দেন গাঁধী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিজয়কৃষ্ণ ঘোষ ও সেবাশ্রমের সম্পাদক জড়িলাল রায়। ছিলেন ব্লক তৃণমূল সভাপতি মিহির চন্দ ও পঞ্চায়েত সমিতির সভাপতি সনাতন মঙ্গল।
গত ১৬ জানুয়ারি বেলদার জনসভা থেকে নারায়ণগড়ে কলেজ তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন এই ব্লকের বেলদায় একটিমাত্র কলেজ ছিল। নতুন কলেজ চালু হলে নারমা, মকরামপুর, কুনারপুর, খুরসি, পাকুড়সিনি, খড়্গপুর-১ ব্লকের একাংশ গ্রামের পড়ুয়ারা উপকৃত হবে। কলেজের জমি নিয়ে গোড়ায় সমস্যা চলছিল। পরে কিছু জমিদাতা এগিয়ে এলেও এলাকা বাছাই নিয়ে জল্পনা চলছিল। সম্প্রতি ব্লকের ২ নম্বর গ্রামরাজ পঞ্চায়েতের মকরামপুরের কাছে ভদ্রকালীতে তেমাথানি যাওয়ার রাস্তার ধারে এই জমিটিই বাছাই করে ব্লক প্রশাসন। জমি দেয় গাঁধী সেবায়তন ও বিদ্যাপীঠ।
ব্লক তৃণমূল সভাপতি বলেন, “প্রথমে সমস্যা থাকলেও জমি পাওয়া গিয়েছে। আগামী এক বছরেই কলেজ নির্মাণ হয়ে যাবে বলে আশা।” যুগ্ম ব্লক প্রশাসনিক আধিকারিকের বক্তব্য, “জমি রেজিষ্ট্রি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে।”
|