|
|
|
|
পুরভোটে প্রার্থী জট, আসছেন মুকুল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগামী মাসে মেদিনীপুর পুরসভা নির্বাচন। এখন প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গিয়ে হিমসিম খাচ্ছে সিপিএম। একই পরিস্থিতির মুখোমুখি তৃণমূলও। এক-একটি ওয়ার্ড থেকে একাধিক নাম উঠে আসছে। কিন্তু, ঝাড়াই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না।
তৃণমূলের দলী সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে কাল, বুধবার মেদিনীপুরে আসার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায়ের। ওই দিন সার্কিট হাউসে তাঁর বৈঠক করার কথা। উপস্থিত থাকবেন
দলের জেলা চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জেলা সভাপতি দীনেন রায়, শহর সভাপতি সুকুমার পড়্যা-সহ দলের অনান্য নেতৃত্ব।
সোমবার এক প্রশ্নের উত্তরে মৃগেনবাবু বলেন, “প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজ্য নেতৃত্ব যেমন নির্দেশ দেবেন, সেই মতোই পদক্ষেপ করা হবে।” দলীয় সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কিছু ওয়ার্ডে দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। ওয়ার্ডগুলোয় কে দলের মনোনীত প্রার্থী হবেন, তা নিয়ে দড়ি টানাটানি চলছে। এই অবস্থায় বহু আসনে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর মনোনীতরা প্রার্থী হতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। ওই সূত্রের দাবি, পুরো পরিস্থিতির কথাই মৌখিক ভাবে রাজ্য নেতৃত্বকে জানানো হচ্ছে। যে ওয়ার্ডগুলো নিয়ে সহমতে পৌঁছনো যাবে, তা যেমন জানানো হচ্ছে। পাশাপাশি, যে ওয়ার্ডগুলো নিয়ে সহমতে পৌঁছনো সহজ হবে না, তা-ও জানানো হচ্ছে। এরপর রাজ্য নেতৃত্বই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তৃণমূলের শহর নেতৃত্বের অবশ্য দাবি, কোথাও দ্বন্দ্ব নেই। কিছু ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। একাধিক প্রস্তাব আসছে। তবে, পুরসভা নির্বাচনে দল ঐক্যবদ্ধ ভাবেই লড়াই করবে। |
|
|
|
|
|