|
|
|
|
ধর্ষণ মামলায় ধৃত এসআই জেল হাজতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ধর্ষণ মামলায় ধৃত পুলিশ অফিসারকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন মেদিনীপুরের সিজেএম সুজিতকুমার ঝা। ধৃতকে কুশল বিশ্বাসকে ফের ৪ নভেম্বর সিজেএম আদালতে হাজির করা হবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে গ্রেফতার করে কুশলবাবু রবিবারই মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। আদালত একদিনের পুলিশ হাজতের নির্দেশ দেয়। সোমবার ফের তাঁকে ফের সিজেএম আদালতে হাজির করা হয়। ওই পুলিশ অফিসারের অবশ্য দাবি, “আমাকে ফাঁসানো হয়েছে।” একই দাবি অভিযুক্তপক্ষের আইনজীবী মৃণাল চৌধুরীর।
পুলিশ সূত্রে খবর, মাস কয়েক আগে এক মহিলার অভিযোগের প্রেক্ষিতেই এই মামলা রুজু হয়। ওই মহিলার বক্তব্য ছিল, কুশল বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। দু’জন একসঙ্গে থাকতেনও। কখনও সবং থানার আবাসনে থেকেছেন। কখনও মেদিনীপুরে ভাড়া বাড়িতে থেকেছেন। পরে তিনি জানতে পারেন, ওই পুলিশকর্মী বিবাহিত। মহিলা গত ২৩ এপ্রিল মেদিনীপুর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। মামলা রুজু হয়। এসআই কুশলবাবু শালবনি থানার ওসি ছিলেন। পরে সবং থানার ওসি হন। তারও পরে ডিআইবিতে তাঁর বদলি হয়। তবে, দীর্ঘদিন ধরে দফতরে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির কারণও দর্শাননি। তাই তাঁকে সাসপেন্ড করা হয়। সবং থানার ওসি থাকাকালীন কাউকে না জানিয়ে পুরুলিয়া চলে গিয়েছিলেন তিনি। পুরুলিয়া থেকে ফেরার পর তাঁকে মেদিনীপুর পুলিশ লাইনে ‘ক্লোজ’ করা হয়। কয়েক মাস পর তিনি ফের কোতয়ালি থানায় কাজ শুরু করেন। পরে ডিআইবিতে তাঁর বদলি হয়। |
|
|
|
|
|