টুকরো খবর
প্রতীক্ষালয়ের জন্য জমি দেখলেন চেয়ারম্যান
নতুন কয়েকটি যাত্রী প্রতীক্ষালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ (এমকেডিএ)। কোথায় তা তৈরি হবে, দেখতে সোমবার এলাকা পরিদর্শন করেন পর্ষদ চেয়ারম্যান মৃগেন মাইতি। সঙ্গে এমকেডিএ-র আধিকারিকেরা। মেদিনীপুর শহরের ধর্মা এবং রাঙামাটিতে পর্ষদের যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়েছে। এ বার হবে মাতকাতপুর, কুইকোটা প্রভৃতি এলাকায়। এ দিন দুপুরে মাতকাতপুরে যান মৃগেনবাবু। পরে তিনি বলেন, “ফাইবারের তৈরি প্রতীক্ষালয়ে মনীষীদের ছবি থাকবে। ফলে, এলাকাটি দেখতে সুন্দর লাগবে।”
মৃগেন মাইতির সামনে মাপজোক।
তাঁর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে চাঁদড়া, ধেড়ুয়া, ফার্ম রোড, গোদাপিয়াশাল, ভাতমোড়ে যাত্রী প্রতীক্ষালয় হবে বলে মৃগেনবাবু জানান। এ দিন হোসনাবাদেও যান তিনি। এমকেডিএ এখানে শৌচাগার বানিয়েছে। কাজ কেমন হয়েছে, দেখেন মৃগেনবাবু। মেদিনীপুর শহরের প্রবেশদ্বার ধর্মায় একটি তোরণ তৈরির সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৮ লক্ষ টাকা।

বধূকে মারধর, গ্রেফতার স্বামী
মারধর করে এক বধূকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হল স্বামী। সোমবার সবং থানার মোহাড়ের রাইচক থেকে অভিযুক্ত স্বামী সঞ্জীব বেরাকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিনই সকালে সঞ্জীবের স্ত্রী জুমারি থানায় স্বামী ও শাশুড়ি ঊষারানি বেরার নির্যাতনের অভিযোগ দায়ের করেন। শাশুড়ি পলাতক। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার পশ্চিমবাড়ের বাসিন্দা জুমারির সঙ্গে বছর ১৩ আগে বিয়ে হয় সবংয়ের মোহাড়ের বাসিন্দা সঞ্জীবের। বছর দশেকের ছেলে রয়েছে।

ধর্ষণের চেষ্টা, ধৃত
অঙ্গনওয়াড়ি সহায়িকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। সোমবার সকালে দাঁতন থানার পুলিশ প্রদীপ সাহু নামে ওই যুবককে গ্রেফতার করেছে। তার বাড়ি স্থানীয় রাওতারাপুরে। এলাকার বধূ পেশায় অঙ্গনওয়াড়ির সহায়িকা রবিবার রাতে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। এ দিন সকালে প্রদীপকে বাড়ি থেকেই ধরে পুলিশ। ওই সহায়িকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই বাড়ি প্রদীপের। কিছুদিন ধরেই সে ওই মহিলাকে উত্ত্যক্ত করত। রবিবার সকালে প্রদীপ জোর করে মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

স্কুলভোটে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত
৫টি স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল তৃণমূল। রবিবার খড়্গপুর গ্রামীণের তিনটি, ডেবরার একটি ও মোহনপুরের একটি স্কুলের নির্বাচন ছিল। খড়্গপুর-২ ব্লকের সাঁকোয়া জিসি হাইস্কুল, রাউথমণি হাইস্কুল ও মাওয়া ঈশ্বরচন্দ্র হাইস্কুলে সব আসনে জিতেছেন তৃণমূল সমর্থিতরা। ব্লক তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, “মানুষ সিপিএমকে প্রত্যাখান করেছে।” মোহনপুরে অরুয়াঁ নেতাজি শিক্ষানিকেতন, ডেবরা রাধামোহনপুর বালিকা বিদ্যালয়েও ৬টি আসনেই জিতেছে তৃণমূল। শালবনির ভাদুতলা হাইস্কুলে সব আসনে তৃণমূল জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

ডিএসও’র সম্মেলন, নতুন জেলা কমিটি
ডিএসও’র পশ্চিম মেদিনীপুর জেলা অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হল ডেবরায়। রবিবার বালিচক ভজহরি ইনস্টিটিউশনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমল সাঁই, রাজ্য সম্পাদক অংশুমান রায়, এসইউসির জেলা সম্পাদক অমল মাইতি প্রমুখ। সম্মেলন থেকে নতুন জেলা কমিটি গড়া হয়। আগে জেলা সম্পাদক ছিলেন ভীম মণ্ডল। নতুন সম্পাদক হন মণিশঙ্কর পট্টনায়েক। জেলা সভাপতি হয়েছেন দীপক পাত্র। ৬০ জনের জেলা কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ২১ জন সম্পাদকমণ্ডলীর সদস্য। জেলা কাউন্সিলের সদস্য হয়েছেন ১০২ জন। ডিএসও জানিয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন হবে।

শিরষিতে মাইন
ফের ল্যান্ডমাইন উদ্ধার হল জঙ্গলমহলে। এ বার মেদিনীপুর কোতয়ালি থানার অন্তর্গত চাঁদড়ার শিরষিতে। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে শিরষির জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল যৌথ বাহিনী। সেই সময় মাটি খুঁড়ে দু’টি ল্যান্ডমাইন উদ্ধার হয়। পরে বম্ব-স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইন দু’টি নিষ্ক্রিয় করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এক সময়ে এই এলাকায় মাওবাদীদের প্রভাব ছিল। অনুমান, এটা মাওবাদীদেরই কাজ।

বার্ষিক অনুষ্ঠান
শহরের আবৃত্তি চর্চা কেন্দ্র ‘স্বর ও ধ্বনির সপ্তম বর্ষ বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল রবিবার সন্ধ্যায়। মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী রজত মিত্র ও দেবাশিস চক্রবর্তী। সংস্থার সদস্যরা আবৃত্তি ও গান পরিবেশন করেন। মঞ্চস্থ হয় নাটক ‘ভীমবধ’। অন্যতম আকর্ষণ ছিল আবৃত্তির সঙ্গে নাটক ‘আমিই সেই মেয়ে’।

চন্দ্রকোনায় ডাকাতি
ডাকাতির ঘটনা ঘটল চন্দ্রকোনা থানার বগছড়ি গ্রামে। রবিবার রাতে ৮-১০ জনের দুষ্কৃতী দল প্রদীপ ঘোষালের বাড়িতে চড়াও হয়। মেন গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পরে দোতলায় ওঠে। অস্ত্র দেখিয়ে কয়েক ভরি সোনার গয়না এবং নগদ কয়েক হাজার টাকা, কিছু জিনিসপত্র লুঠ করে চম্পট দেয় বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে। কেউ ধরা পড়েনি।

গ্রেফতার দোকানি
দোকানে কম্পিউটার চালানোয় ব্যবহৃত বড় গাড়ির ব্যাটারির বৈধ কাগজ না থাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে পিংলার মালিগ্রাম থেকে বিক্রম মণ্ডল নামে ওই ব্যক্তিকে ধরা হয়। জানা গিয়েছে, কিছু দিন ধরেই মোবাইল ব্যবসায়ী বিক্রমবাবু দোকানে চার চাকার গাড়ির বড় ব্যাটারি রেখেছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.