|
|
|
|
সিপিএমের দুই কাউন্সিলরকে সমর্থনের ‘পুরস্কার’ শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সমর্থনের বিনিময়ে ‘পুরস্কার’ পেলেন হলদিয়ার বাকি দুই সিপিএম কাউন্সিলরও।
ইতিমধ্যেই উপ-পুরপ্রধান পদে কাজ শুরু করেছেন সিপিএম কাউন্সিলর গোপালচন্দ্র দাস। বাকি দুই কাউন্সিলর আজ, সোমবার পুর পারিষদ পদের দায়িত্ব পেতে চলেছেন। তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “সিপিএমের বিকাশ জানা, দুলাল জানা ও আমাদের দলের স্বপন নস্কর, মুর্শেদা বিবি আজ পুর পারিষদ পদের দায়িত্ব নেবেন। পুরপ্রধানের নেতৃত্বে তাঁরা এলাকায় উন্নয়নের দিশা দেখাবেন। তবে কাকে কোন পদ দেওয়া হচ্ছে, তা ঠিক করবেন পুরপ্রধান।”
সম্প্রতি সিপিএমের তিন ও সিপিআই এর এক কাউন্সিলরের বিরুদ্ধ ভোটে অপসারিত হয়েছেন বাম পুরবোর্ডের চার বারের হলদিয়ার পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। সিপিএমের তিন কাউন্সিলরকে পুরস্কার দেওয়ার প্রশ্নে শুভেন্দুবাবু বলেন, “পূর্বতন পুরপ্রধানের অপদার্থতা ও ব্যর্থতার জন্য ওঁরা এলাকার উন্নয়ন করতে চেয়েও পারেননি। উন্নয়নের স্বার্থেই ওরা তৃণমূলকে সমর্থন করেছেন। তাই তাঁদের ওই দায়িত্ব দেওয়া হয়েছে।”
এ দিকে হলদিয়া পুরসভার বিরোধী দলনেত্রীর ভুমিকায় দেখা যাবে ১৬ বছর পুরপ্রধানের দায়িত্ব সামলে আসা তমালিকাদেবীকে। সিপিএমের হলদিয়া জোনাল কমিটির সম্পাদক সুদর্শন মান্না বলেন, “শনিবার জেলা কমিটির বৈঠকে তমালিকাদেবীকে বিরোধী দলনেত্রী করার সিদ্ধান্ত হয়েছে।” ফোন না ধরায় এ ব্যাপারে তমালিকাদেবীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। |
পুরনো খবর: বিরুদ্ধে ৩ বাম ভোট, হলদিয়ায় হারলেন তমালিকা |
|
|
|
|
|